দেবীপক্ষ পড়তেই না পড়তেই বাংলাদেশের দুর্গাপুজোয় তাণ্ডব শুরু হয়ে গেল। কিশোরগঞ্জের শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় দেবী দুর্গার প্রতিমায় ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় আরও ছ'টি প্রতিমায়। আর সেই ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুটছেন স্থানীয় হিন্দু পরিবারের সদস্যরা। এবারই তাঁরা প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছিলেন। কোনওরকম বিপদ এড়াতে রাতভর মন্দিরে পাহারা দিচ্ছিলেন। কিন্তু বৃষ্টি হওয়ায় কিছুক্ষণের জন্য সরে যেতেই প্রতিমায় ভাঙচুর চালানো হয়। সেই ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। দোষীদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও সেই ঘটনার পরে ফের বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সেই প্রশ্নটা উঠতে শুরু করেছিল। হাসিনার আমলেও গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর মণ্ডপে হামলার ঘটনা ঘটত। ভাঙচুর করা হত প্রতিমা। কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল যে এবার সেরকম ঘটনার সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
পুজোর আগেই তাণ্ডব শুরু
আর সেই আশঙ্কা বাড়িয়ে দিল বৃহস্পতিবার ভোরের ঘটনা। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ভোরের দিকে কিশোরগঞ্জের শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় দেবী দুর্গার প্রতিমা-সহ সাতটি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। এমন কিছুর আশঙ্কায় রাতভর পাহারাও দিচ্ছিলেন পাঁচজন সদস্য।
আরও পড়ুন: Bengalis stuck in Israel: এই হয়তো বোমা পড়ল! যুদ্ধের আবহে ইজরায়েলে আতঙ্কে দিন কাটছে বাংলার মানুষের
তাঁদেরই একজন জানিয়েছেন, ভোর চারটে পর্যন্ত তাঁরা পাহারা দিচ্ছিলেন। তারইমধ্যে বৃষ্টি নামে। তারপর তাঁরা ঘুমোতে যান। ঘুম থেকে ওঠার পরে মন্দিরে আসেন। তারপর দেখতে পান যে সাতটি প্রতিমায় ভাঙচুর চালানো হয়েছে। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের মূর্তিও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Bangladesh Ramkrishna Mission: কুমারী পুজো হবে না ঢাকার রামকৃষ্ণ মিশনে, বড় কারণ ইউনুসের দেশে
ভেঙে পড়েছেন স্থানীয় মানুষরা
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে দুর্গাপুজোর জন্য তাঁদের যেখানে যেতে হত, তা অনেকটা দূরে ছিল। তাই এবারই তাঁরা প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছিলেন। যাবতীয় প্রস্তুতিও হয়ে গিয়েছিল। শুধুমাত্র মূর্তির রঙের কাজটা বাকি ছিল। সেই পরিস্থতিতে কীভাবে নতুন করে পুজোর আয়োজন করা হবে, সেটা বুঝে উঠতে পারছেন না গোপীনাথ সংঘ ও গোপীনাথ মন্দির পুজো উদযাপন কমিটির সদস্যরা।
পুরোটাই ভাঁওতা ইউনুস সরকারের?
অথচ দুর্গাপুজোয় যাতে সুরক্ষা প্রদান করা নিয়ে কয়েক ঘণ্টা আগেই মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল। তাতে অনেক রাশভারী কথাও আছে। সেগুলি আদৌও কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে একাংশের মনে প্রশ্ন ছিল। বৃহস্পতিবার ভোরেই সেই প্রশ্নের উত্তরটা কিছুটা মিলে গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।