বাংলা নিউজ > ঘরে বাইরে > Durga Puja: পুজোয় বাংলাদেশ থেকে দার্জিলিংয়ে পর্যটকরা, মিতালিতে রেকর্ড ভিড়

Durga Puja: পুজোয় বাংলাদেশ থেকে দার্জিলিংয়ে পর্যটকরা, মিতালিতে রেকর্ড ভিড়

দলে দলে দার্জিলিঙের পথে বাংলাদেশের পর্যটকরা। প্রতীকী ছবি

সূত্রের খবর, বাংলাদেশের অনেকের কাছেই এখন দার্জিলিং বেড়াতে যাওয়ার আকর্ষণ ক্রমে বাড়ছে। এনিয়ে ইউটিউবে নানা ভিডিয়োও আপলোড হচ্ছে। অন্যদিকে শিলিগুড়ি পর্যন্ত মিতালি এক্সপ্রেস চালু হওয়ায় ইচ্ছাপূরণও হচ্ছে সহজেই। একেবারে দল বেঁধে চলে আসছেন শিলিগুড়িতে। আর সেখান থেকে সোজা গাড়িতে দার্জিলিং।

পুজোর ছুটি। এই সময় বাড়িতে কি আর ভালো লাগে? পুজোর ছুটি মানেই সুদূরের টানে ছুটে চলা। দার্জিলিং পাহাড়েও পর্যটকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে এবার তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্সে বেড়াতে আসছেন। সীমান্ত পেরিয়ে একেবারে ভারতের পাহাড়ে দুদিন কাটিয়ে যেতে চাইছেন বাংলাদেশের পর্যটকরা। তাঁদের স্বাগত জানাচ্ছেন এদেশের পর্যটন ব্যবসায়ীরা। শুক্রবার বাংলাদেশ থেকে যে মিতালি এক্সপ্রেস শিলিগুড়িতে এসেছে তাতে কার্যত হাউসফুল  অবস্থা। সূত্রের খবর, ঢাকা থেকে এই প্রথম একসঙ্গে ৩৯৭জন যাত্রী মিতালি এক্সপ্রেসে চেপে ভারতে এলেন।

ওয়াকিবহাল মহলের মতে, গত মাসে একবার কেবলমাত্র মিতালিতে ২৫০জনের মতো যাত্রী এসেছিলেন বাংলাদেশ থেকে। তারপর থেকে কখনও ১০০ বা ২০০র গন্ডির মধ্য়ে ঘোরাফেরা করছে যাত্রী সংখ্যা। 

সূত্রের খবর, বাংলাদেশের অনেকের কাছেই এখন দার্জিলিং বেড়াতে যাওয়ার আকর্ষণ ক্রমে বাড়ছে। এনিয়ে ইউটিউবে নানা ভিডিয়োও আপলোড হচ্ছে। অন্যদিকে শিলিগুড়ি পর্যন্ত মিতালি এক্সপ্রেস চালু হওয়ায় ইচ্ছাপূরণও হচ্ছে সহজেই। একেবারে দল বেঁধে চলে আসছেন শিলিগুড়িতে। আর সেখান থেকে সোজা গাড়িতে দার্জিলিং।

তবে শুধু দার্জিলিং পাহাড়েই নয়, অনেকেই বাংলাদেশ থেকে এবার গ্যাংটকে ঘুরতে আসছেন। ভুটান গেট খুলে যাওয়ায় সে দেশেও পাড়ি জমাচ্ছেন অনেকেই। আর বাংলাদেশি পর্যটকদের এভাবে দার্জিলিংয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি হওয়াতে অত্যন্ত খুশি বাংলার পর্যটন ব্যবসায়ীরা। আগামী দিনে আরও বেশি পর্যটক দার্জিলিংয়ে বেড়াতে আসতে পারেন বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। আর দার্জিলিংয়ের অপরূপ রূপে মোহিত ওপার বাংলার পর্যটকরা।

বন্ধ করুন