বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘সরকারি জমিতে জবরদখল’, উচ্ছেদ অভিযানে রণক্ষেত্র অসম, গুলি চালাল পুলিশ, মৃত ২

‘সরকারি জমিতে জবরদখল’, উচ্ছেদ অভিযানে রণক্ষেত্র অসম, গুলি চালাল পুলিশ, মৃত ২

উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র অসম, গুলি চালাল পুলিশ, নিহত ২, আহত বহু আধিকারিক

ওই গ্রামে বাংলাভাষী মুসলিম গ্রামবাসীদের উচ্ছেদ করতে গিয়েছিল পুলিশ। অভিযোগ উঠেছিল, সরকারি জমি দখল করে তাঁরা সেখানে থাকছিলেন। এর আগেও তাঁদের সেখান থেকে সরিয়ে হয়েছিল। কিন্তু, আবার সেই জমি দখল করে নেন তাঁরা। সেই অভিযোগে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। সঙ্গে ছিলেন রাজস্ব বিভাগের আধিকারিকরা।

অসমে একটি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল উত্তেজিত জনতা। যারফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি গুলি চালায়। তাতে দু’জন নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে অসমের কামরূপ জেলার সোনাপুর সার্কেলের কচুতলি গ্রামে। এছড়াও, পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই পরিস্থিতির জন্য কংগ্রেসকে দায়ি করেছেন। নিহত দুজনের নাম হল জুবাহির আলি এবং হায়দার আলি।

আরও পড়ুন: মালপত্র সরানোর সুযোগ না দিয়েই রাতে নিউটাউনে বুলডোজার দিয়ে ভাঙা হল দোকান

কী ঘটেছিল?

জানা গিয়েছে, ওই গ্রামে বাংলাভাষী মুসলিম গ্রামবাসীদের উচ্ছেদ করতে গিয়েছিল পুলিশ। অভিযোগ উঠেছিল, সরকারি জমি দখল করে তাঁরা সেখানে থাকছিলেন। এর আগেও তাঁদের সেখান থেকে সরিয়ে হয়েছিল। কিন্তু, আবার সেই জমি দখল করে নেন তাঁরা। সেই অভিযোগে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। সঙ্গে ছিলেন রাজস্ব বিভাগের আধিকারিকরা। 

সেইসময় পুলিশ এবং আধিকারিকদের সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে গ্রামের মহিলা-সহ পুরুষরা ধারালো অস্ত্র, লাঠি, পাথর দিয়ে আধিকারিক এবং পুলিশের উপর হামলা চালায়। তাতে একজন ম্যাজিস্ট্রেট-সহ ২০ জনের বেশি পুলিশকর্মী আহত হন। ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ লাঠিচার্জ করে ও পরে গুলি চালায়। ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন গ্রামবাসী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে আরও প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়ন করা হয়।

এই ঘটনার জন্য কংগ্রেসকে দায়ী করে মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা বলেন, ’উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। তবে সকালে কংগ্রেস উচ্ছেদ অভিযানের বিরোধিতা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিপুল সংখ্যক মানুষ লাঠিসোটা, বাঁশ নিয়ে পুলিশের উপর হামলা চালায়। তখন বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে এবং গুলি চালাতে বাধ্য হয়। আহত আধিকারিকদের মধ্যে রয়েছেন সোনাপুর সার্কেল অফিসার নিতুল খাতানিয়ার, ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) মৃণাল ডেকা, সোনাপুর থানার ওসি হীরক জ্যোতি সাইকিয়ারা। এলাকায় এখনও উত্তেজনা পূর্ণ পরিস্থিতি থাকায় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.