বাংলা নিউজ > ঘরে বাইরে > ই-স্কুটারের শনির দশা, এবার জ্বলে উঠল EV শোরুম

ই-স্কুটারের শনির দশা, এবার জ্বলে উঠল EV শোরুম

ই-অশ্ব (e-Ashwa) অটোমোটিভের শোরুমে আগুন। ছবি: টুইটার (Twitter)

১ এপ্রিল, আগুন লেগে যায় ডিলারশিপে। আগুনের লেলিহান শিখার ভিডিয়ো করেন স্থানীয় পথচারীরা। ঘটনা ৩৯ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এবার ই-স্কুটারের শোরুমেই লেগে গেল আগুন।মধ্যপ্রদেশের জবলপুরের কাছাকাছি বালাঘাটের এক EV শোরুমের ঘটনা। ই-অশ্ব (e-Ashwa) অটোমোটিভ নামে একটি সংস্থার শোরুম।

১ এপ্রিল, আগুন লেগে যায় ডিলারশিপে। আগুনের লেলিহান শিখার ভিডিয়ো করেন স্থানীয় পথচারীরা। ঘটনা ৩৯ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, শোরুম কর্মীরা যথাসাধ্যভাবে অন্য স্কুটারগুলি বের করে আনার চেষ্টা করছেন। কিন্তু আগুন বেশ ভয়ানক।

কিন্তু কীভাবে এমন আগুন লাগল? ডিলারশিপের দাবি, শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছিল। এতে কোনও ২ ও ৩ চাকার যানের ক্ষতি হয়নি।

তাঁরা স্পষ্ট করেছেন, ই-স্কুটার জ্বলে উঠে এই আগুন লাগার ঘটনা নয়। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই গুজবই ছড়াচ্ছেন।

ডিলারশিপ অবশ্য স্পষ্ট করেছে যে, বৈদ্যুতিক যানের থেকে কোনওভাবে আগুন লাগার ঘটনা হয়নি। শোরুমের ইলেকট্রিক শর্ট সার্কিট হয়। তার থেকেই এই আগুন। ঘটনার অল্প সময়ের মধ্যেই দ্রুত শোরুমটি ফাঁকা করে দেওয়া হয়। আশেপাশের দোকান, স্থানীয়রা এসে সাহায্য করেন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসে যায়।

প্রসঙ্গত, সম্প্রতি Ola Electric, Okinawa এবং Pure EV-র ইলেকট্রিক স্কুটারে আগুন লেগে যায়। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। ফলে অনেকে এটিও সেই একই ধরনে ঘটনা বলে আশঙ্কা করছিলেন। তবে এক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়।

বন্ধ করুন