তারিখ - ৬ ডিসেম্বর, ২০২৪ - ভারতীয় সময় অনুসারে রাত তখন ১১টা বেজে ৪১ মিনিট! অর্থাৎ, মধ্যরাতের কিছুটা আগে। এমনই একটি সময়ে ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ বার্তা এল বিদেশ মন্ত্রকের তরফে। মূলত, যে ভারতীয়রা আপাতত কোনও কারণে পশ্চিম এশিয়ার সিরিয়ায় রয়েছেন, তাঁদের উদ্দেশে জারি করা হল আপৎকালীন সতর্কবার্তা।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার গভীর রাতে যে 'ট্রাভেল অ্যাডভাইজরি' বা ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছেন, তার মোদ্দা কথা হল - যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে বেরোন!
সিরিয়ায় থাকা ভারতীয়দের উদ্দেশে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশ, 'যতক্ষণ পর্যন্ত না পরবর্তী নির্দেশিকা জারি করা হচ্ছে, ততক্ষণ কোনও কারণেই সিরিয়ায় যাবেন না'।
এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে ভারতীয় নাগরিকদের জন্য একটি আপৎকালীন হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি-ও দেওয়া হয়েছে। একইসঙ্গে, এই মুহূর্তে সিরিয়ায় থাকা ভারতীয়দের বলা হয়েছে, তাঁরা যেন 'সর্বক্ষণ দামাস্কাসে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায়' রাখেন।
একইসঙ্গে, ভারত সরকারের তরফে বলা হয়েছে, 'যাঁদের পক্ষে সম্ভব, তাঁরা যত দ্রুত পারেন, যেকোনও কমার্সিয়াল ফ্লাইট ধরে সিরিয়া থেকে বেরিয়ে যান'। আর 'যাঁদের পক্ষে তেমনটা করা সম্ভব হচ্ছে না, তাঁরা পরিস্থিতির উপর নজর রাখুন এবং নিজেদের যত বেশি করে সম্ভব নিরাপদে রাখার চেষ্টা করুন। যত কম সম্ভব বাইরে ঘোরাফেরা করুন।'
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে সিরিয়ায় বসবাসকারী বা সেখানে থাকা ভারতীয়দের জন্য দামাস্কাসের ভারতীয় দূতাবাসের যে হেল্পলাইন নম্বর শেয়ার করা হয়েছে, সেটি হল - +963 993385973 - এই নম্বরে 'কল' যেমন করা যাবে, তেমনই হোয়াট্সঅ্যাপও করা যাবে।
এছাড়াও, বিদেশ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে যে ইমেল আইডি শেয়ার করা হয়েছে, সেটি হল - hoc.damascus@mea.gov.in. - সিরিয়ায় বসবাসকারী ভারতীয়রা প্রয়োজনে এই ইমেল আইডি-র মাধ্যমেও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
কীভাবে সিরিয়ার পরিস্থিতি এতটা বিপজ্জনক হয়ে উঠল?
এই মুহূর্তে সিরিয়া একটি তুমুল রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। যার একদিকে রয়েছে সেদেশের সরকার পক্ষ। এবং উল্টো দিকে রয়েছে বিদ্রোহীরা।
বর্তমানে সিরিয়ায় বাশার আল-আসাদের নেতৃত্ব যে সরকার চলছে, তার নেপথ্য সহযোগী হল রাশিয়া এবং ইরান। অন্যদিকে, দেশের বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা করছে তুরস্ক।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করতে গত সপ্তাহ থেকেই সিরিয়াজুড়ে আক্রমণ শুরু করেছে বিদ্রোহীরা। যার ফলে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সিরিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতির উপর নজর রেখে চলা একটি সূত্রের তরফে সংবাদ সংস্থা এএফপি-কে জানানো হয়েছে, ইসলামপন্থী বিদ্রোহীরা কার্যত সিরিয়ার হোমস শহরের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এছাড়াও, অন্য কয়েকটি শহরও সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এমনকী, তার মধ্যে কয়েকটি শহর দখল করার জন্য বিদ্রোহীদের একটি বুলেট পর্যন্ত খরচ করতে হয়নি!
তথ্য বলছে, বিদ্রোহীরা এত দ্রুত এবং নিখুঁতভাবে এগিয়ে চলেছে যে সিরিয়ার দ্বিতীয় শহর আলেপ্পো এবং কৌশলগত অবস্থানের দিক দিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ শহর হামা ইতিমধ্যেই প্রেসিডেন্টের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছে ২০১১ সাল থেকে। তারপর থেকে এখনও পর্যন্ত এই প্রথম এই শহরগুলি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনা ঘটল।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহল থেকে যে খবর সামনে আসছে, তা হল - গত প্রায় পাঁচ দশক ধরে বাশার আল-আসাদের বংশ সিরিয়া শাসন করে আসছে। কিন্তু, এবার মনে হচ্ছে, সেই রাশ পুরোপুরি ছিন্ন হতে চলেছে!