বাংলা নিউজ > ঘরে বাইরে > Earthquake in Indonesia: কেঁপে উঠল ইন্দোনেশিয়া, অন্তত ৫৬জনের মৃত্যু, ৭০০জন আহত

Earthquake in Indonesia: কেঁপে উঠল ইন্দোনেশিয়া, অন্তত ৫৬জনের মৃত্যু, ৭০০জন আহত

ভেঙে পড়েছে স্কুলবাড়ি। REUTERS/Iman Firmansyah  (REUTERS)

ইন্দোনেশিয়া মিডিয়া সূত্রে খবর, দোকান, হাসপাতাল, বোর্ডিং স্কুল সব ভেঙে গিয়েছে। বাড়ি ভেঙে রাস্তার উপর পড়ে রয়েছে। একের পর এক অ্য়াম্বুল্যান্স আসছে হাসপাতালে। আহতদের আর্তনাদ, প্রিয়জনকে হারিয়ে পরিজনদের কান্নায় ভারী হচ্ছে ইন্দোনেশিয়ার বাতাস।

এলএন রাও

ইন্দোনেশিয়ার জাভাতে ভয়াবহ ভূমিকম্প। রিক্টর স্কেলে তার মাত্রা ৫.৬। ভূমিকম্পের জেরে অন্তত ৫৬জনের মৃত্যু হয়েছে। একের পর এক বিল্ডিং ভেঙে পড়েছে। ভয়াবহ পরিস্থিতি। হাসপাতালেও বিদ্যুৎ চলে গিয়েছে। চিকিৎসকদের দেখা যাচ্ছে হাসপাতালের বাইরে চিকিৎসা করতে। পশ্চিম জাভার রাজ্যপাল রিদওয়ান কামিল সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিজে চোখেই দেখুন কী অবস্থা! চারদিকে শুধুই কান্না। তবে রাজ্যপাল জানিয়েছেন, আংশিকভাবে বিদ্যুৎ এসেছে। তবে সেটা জেনারেটর নাকি পাওয়ার গ্রিডের মাধ্যমে সেটা পরিষ্কার নয়।

ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভের মতে পশ্চিম জাভা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। স্থানীয় সূত্রে খবর, সব মিলিয়ে ৫৬জনের মৃত্যু হয়েছে। প্রায় ৭০০জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়।

রাজ্যপাল জানিয়েছেন, বহু জায়গায় আটকে পড়েছেন সাধারণ মানুষ। মনে হচ্ছে মৃত ও আহতের সংখ্য়া ক্রমে বাড়বে।

এদিকে একের পর এক বিল্ডিং ধসে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। বাইকে, ট্রাকে করে আহতদের হাসপাতালে আনা হচ্ছে। চারদিকে শুধুই হাহাকার। রাস্তার পাশে ত্রিপল পেতে দেওয়া হয়েছে। সেখানে শায়িত একের পর এক দেহ। একাধিক রাস্তায় ধস নেমে গিয়েছে। হাজার হাজার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।

ইন্দোনেশিয়া মিডিয়া সূত্রে খবর, দোকান, হাসপাতাল, বোর্ডিং স্কুল সব ভেঙে গিয়েছে। বাড়ি ভেঙে রাস্তার উপর পড়ে রয়েছে। একের পর এক অ্য়াম্বুল্যান্স আসছে হাসপাতালে। আহতদের আর্তনাদ, প্রিয়জনকে হারিয়ে পরিজনদের কান্নায় ভারী হচ্ছে ইন্দোনেশিয়ার বাতাস।

 

বন্ধ করুন