
Easter 2021: সকলকে পাঠান ইস্টারের শুভেচ্ছাবার্তা, রইল সেরা মেসেজ
১ মিনিটে পড়ুন . Updated: 04 Apr 2021, 10:18 AM IST- নিরাপদে পরিবারের সদস্যদের সঙ্গে মেতে উঠুন উৎসবের আনন্দে। দূরের আত্মীয়দের পাঠান শুভেচ্ছাবার্তা।
আজ ইস্টার সান ডে। যিশুর পুনরুজ্জীবনের উৎসব পালনের দিন আজ। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে পুরনরুজ্জীবিত হন তিনি। সেই দিনটিই পালিত হয় ইস্টার হিসেবে। দ্বিতীয় শতাব্দী থেকে ইস্টার পালনের সূচনা হয়। এই দিনটি নতুন আসার সঞ্চার করে। সূচনার পর থেকে এটি করোনা সংক্রমণের কারণে দ্বিতীয়বারের জন্য কোটি কোটি খ্রীষ্ট ধর্মাবলম্বীরা প্রতিবন্ধকতার মধ্যে ইস্টার পালন করবেন। তাই নিরাপদে পরিবারের সদস্যদের সঙ্গে মেতে উঠুন উৎসবের আনন্দে। দূরের আত্মীয়দের পাঠান শুভেচ্ছাবার্তা।
১. ইস্টার আনন্দের সময়, এ সময় ধন্যবাদজ্ঞাপন কর, নিশ্চিত হও যে আমাদের সমস্ত দোষ ক্ষমা করা হয়েছে। হ্যাপি ইস্টার ডে।
২. আমাদের ঈশ্বর পুনরুজ্জীবনের লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন, শুধু বইয়েই নয়, এই প্রতিশ্রুতি লেখা রয়েছে বসন্তের পাতায় পাতায়— মার্টিন লুথার কিং জুনিয়র
৩. কামনা করি ইস্টার বানি তোমার জীবনে মিষ্টি অভিজ্ঞতা বয়ে নিয়ে আসুক। হ্যাপি ইস্টার।
৪. ইস্টার পুনর্নবীকরণ ও নয়া সূচনার প্রতীক। আনন্দে কাটাও এই দিনটি।
৫. ইস্টারের মাধ্যমে মানবজাতির প্রতি যিশুর আত্মত্যাগকে স্মরণ কর, মনে রেখ অঢেল ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন তিনি আমাদের। হ্যাপি ইস্টার ২০২১।
৬. এসো আমরাও শত্রুদের ক্ষমা করে চারিদিকে অসীম ভালোবাসা ছড়িয়ে দিতে শিখি, ঠিক যে ভাবে যিশু করেছিলেন। হ্যাপি ইস্টার।
৭. অতীতে অবনতির চিন্তা ত্যাগ করার দিন ইস্টার। ঈশ্বর তাঁর ঐশ্বরিক আশীর্বাদ ও ক্ষমা বর্ষণ করবেন। হ্যাপি ইস্টার ২০২১।
৮. কামনা করি তুমি অসহায়দের সাহায্য করতে তৎপর থাকবে এবং কৃতজ্ঞতার মনোভব নিজের মনে জীবিত রাখবে। হ্যাপি ইস্টার ডে।
৯. জীবনে কখনও হতাশ হয়ে পড়ো না। তোমার জন্য রইল ইস্টারের অসীম শুভেচ্ছা।
১০. সত্যের পথে অটল-অনড় থেকো, ঠিক যেমন যিশু ছিলেন। হ্যাপি ইস্টার ডে।