বাংলা নিউজ > ঘরে বাইরে > 'ইয়াস'-এর আশঙ্কায় ২৫ ট্রেন বাতিল পূর্ব রেলের, দেখে নিন পুরো তালিকা

'ইয়াস'-এর আশঙ্কায় ২৫ ট্রেন বাতিল পূর্ব রেলের, দেখে নিন পুরো তালিকা

আগামী বুধবার সম্ভবত আছড়ে পড়তে চলেছে সম্ভাব্য ঘূর্ণিঝড় 'ইয়াস'। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

দেখে নিন বাতিল ট্রেনের তালিকা।

আগামী বুধবার সম্ভবত আছড়ে পড়তে চলেছে সম্ভাব্য ঘূর্ণিঝড় 'ইয়াস'। মৌসম ভবনের পূর্বাভাস, অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বুধবার সন্ধ্যায় ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগরের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে রীতিমতো দাপট দেখাবে সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়। তার জেরে একাধিক স্পেশাল ট্রেন বাতিল করল পূর্ব রেল।

একনজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা -

১) ০২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট - ২৪ মে এবং ২৫ মে বাতিল থাকবে। 

২) ০৫২২৮ মুজফ্ফরপুর-যশবন্তপুর - ২৪ মে বাতিল থাকবে। 

৩) ০২৬৪৩ এর্নাকুলাম-পাটনা - ২৪ মে এবং ২৫ মে বাতিল থাকবে। 

৪) ০৫৯৩০ নিউ তিনসুকিয়া-তামবরম - ২৪ মে বাতিল থাকবে।

৫) ০২২৫৪ ভাগলপুর- যশবন্তপুর - ২৬ মে বাতিল থাকবে। 

৬) ০২৩৭৬ জসিডি-তামবরম - ২৬ মে বাতিল থাকবে। 

৭) ০২৫০৭ ত্রিবান্দ্রম সেন্ট্রাল-শিলচর - ২৫ মে বাতিল থাকবে। 

৮) ০২৫৫২ কামাখ্যা- যশবন্তপুর - ২৬ মে বাতিল থাকবে। 

৯) ০২৬১১ চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি - ২৬ মে বাতিল থাকবে। 

১০) ০৮৪১৯ পুরী-জয়নগর - ২৭ মে বাতিল থাকবে। 

১১) ০৮৪৫০ পাটনা-পুরী - ২৫ মে বাতিল থাকবে।

১২) ০২২৪৯ বেঙ্গালুরু সিটি জংশন-নিউ তিনসুকিয়া জংশন - ২৫ মে বাতিল থাকবে। 

১৩) বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি - ২৭ মে এবং ২৮ মে বাতিল থাকবে।

১৪) ০২৫০৮ শিলচর-ত্রিবান্দ্রম সেন্ট্রাল - ২৭ মে বাতিল থাকবে।

১৫) ০৫৯২৯ তামবরম-নিউ তিনসুকিয়া - ২৭ মে বাতিল থাকবে।

১৬) ০২২৫০ নিউ তিনসুকিয়া জংশন-বেঙ্গালুরু সিটি জংশন - ২৮ মে বাতিল থাকবে।

১৭) ০২৫৫১ যশবন্তপুর-কামাখ্যা - ২৯ মে বাতিল থাকবে।

১৮) ০২৬১২ নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল - ২৮ মে বাতিল থাকবে।

১৯) ০২৬৪৪ পাটনা-এর্নাকুলাম - ২৭ মে এবং ২৮ মে বাতিল থাকবে।

২০) ০২৫১৬ আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট - ২৫ মে বাতিল থাকবে। 

২১) ০২৫১৫ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা - ২৫ মে বাতিল থাকবে।

২২) ০২২৫৩ যশবন্তপুর-ভাগলপুর - ২৯ মে বাতিল থাকবে।

২৩) ০৬৫৭৮ গুয়াহাটি-যশবন্তপুর - ২৪ মে বাতিল থাকবে। 

২৪) ০৭০২৯ গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ - ২৬ মে বাতিল থাকবে।

২৫) ০২৩৭৫ তামবরম-জসিডি - ২৯ মে বাতিল থাকবে।

বন্ধ করুন