বাংলা নিউজ > ঘরে বাইরে > সিনেমার শ্যুটিংয়ে স্টেশন ভাড়া দিয়ে রেলের আয় জানেন?

সিনেমার শ্যুটিংয়ে স্টেশন ভাড়া দিয়ে রেলের আয় জানেন?

ফাইল ছবি: টুইটার (Twitter)

শুধুমাত্র ট্রেন চালানো নয়। আর কোন কোন সহজ উপায়ে টাকা আয় করা যায়, সেই বিষয়গুলি খতিয়ে দেখছে রেল। আর তার মঘ্যে অন্যতম এটি। ইতিমধ্যেই এই শ্যুটিংয়ের আবেদন করার জন্য অনলাইন পোর্টাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রেল।

শুধু ট্রেন চালানোই নয়। আরও নানা উপায়ে আয় করে রেল। আর তার মধ্যে সবচেয়ে অভিনব নিঃসন্দেহে 'শ্যুটিং' বাবদ আয়। হ্যাঁ, সিনেমার শ্যুটিং করতে দেওয়ার জন্য প্রযোজনা সংস্থার থেকে মোটা টাকা ভাড়া নেয় ভারতীয় রেল। আর তার জেরে বিপুল আয় হয়।

শুধুমাত্র ট্রেন চালানো নয়। আর কোন কোন সহজ উপায়ে টাকা আয় করা যায়, সেই বিষয়গুলি খতিয়ে দেখছে রেল। আর তার মধ্যে অন্যতম এটি। ইতিমধ্যেই এই শ্যুটিংয়ের আবেদন করার জন্য অনলাইন পোর্টাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রেল।

সবচেয়ে বেশি আয় হয়েছে শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে। তার পরেই রয়েছে হাওড়া-আসানসোলের মতো জনপ্রিয় স্টেশন। আরও পড়ুন: পুটিরাম, প্যারামাউন্ট, গিরিশ, বলবন্ত- কলকাতায় এসে ফুড ব্লগার হয়ে গেলেন অনুষ্কা

কেমন আয়? ২০২০-২১ অর্থবর্ষে শ্যুটিং থেকে পূর্ব রেলের আয় ছিল ৭ লক্ষ ৭৪ হাজার টাকা। ২০২১-২২ অর্থবর্ষে সেটি বেড়ে হয় ১৪ লক্ষ ৪৮ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে পূর্ব রেল শ্যুটিং থেকে প্রায় ১৮ লক্ষ টাকা আয় করে ফেলেছে।

নিউজ এইট্টিন বাংলা-র রিপোর্ট অনুযায়ী, শ্যুটিং করার ক্ষেত্রে সবচেয়ে বেশি চাহিদা শিয়ালদহ স্টেশনের। অতি সম্প্রতি সেখানে চাকদহ এক্সপ্রেসের শ্যুটিং করেন অনুষ্কা শর্মা। ঝুলন গোস্বামীর জীবনের স্টাগল ফুটিয়ে তুলতে বাস্তবের স্টেশনে শ্যুটিং করেন তিনি। এর পরেই পরিচালকদের পছন্দ কলকাতা স্টেশন। তারপরেই হাওড়া ও আসানসোল স্টেশন।

শুধু সিনেমাই নয়। সিরিয়াল ও ওয়েব সিরিজের জন্যও স্টেশন ভাড়া দেয় রেল। যাত্রী সংখ্যা ও গুরুত্বের নিরিখে মোট তিনটি ভাগে এই স্টেশনগুলি ভাগ করা হয়েছে- X, Y এবং Z ক্যাটাগরির স্টেশন। X ক্যাটাগরির স্টেশন হল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে শ্যুটিং করতে হলে লাইসেন্স ফি বাবদ ২ লক্ষ টাকা দিতে হয় প্রযোজকদের। এদিকে Y এবং Z স্টেশনে শ্যুটিং করতে হলে লাইসেন্স ফি বাবদ যথাক্রমে দেড় ও এক লক্ষ টাকা দিতে হয়।

স্টেশনে শ্যুটিং তো হল। কিন্তু গল্পের অংশ হিসাবে অনেক সময়েই ট্রেন যাত্রা দেখানো হয়। তারও ব্যবস্থা আছে। সাধারণ রোলিং স্টক নিতে হলে তার জন্য ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ভাড়া দিতে হবে। রোলিং স্টকের মধ্যে স্পেশালাইজেশনও করা যেতে পারে। সেটার জন্য খরচ সাড়ে ৭ লক্ষ টাকা।

রোলিং স্টক ও স্টেশন একসঙ্গে নেওয়ার 'কম্বো অফার'-ও আছে। সেক্ষেত্রে মোট ১৫ লক্ষ টাকা খরচ প্রযোজনা সংস্থার।

এক্ষেত্রে উল্লেখ্য, শ্যুটিংয়ের সময়ে যাতে কোনও বিপত্তি না হয়, সেই জন্য এগুলির বিমাও করা থাকে। সেটারও দায়িত্ব প্রযোজক সংস্থার উপর। রোলিং স্টকের ক্ষেত্রে বিমার অঙ্ক ১০ কোটি। স্টেশনের জন্য ২ কোটি।

এদিকে শ্যুটিংয়ে থাকা প্রত্যেক ব্যক্তি পিছু ১ লক্ষ টাকা করে বিমা ধরা হয়। অনেক সময়েই ট্রেনে ভিড় কামরা দেখানো হয় সিনেমা, সিরিজে। সেক্ষেত্রে কত বিপুল টাকার ব্যাপার, তা বলাই বাহুল্য। আরও পড়ুন:  নতুন আঙ্গিকে পাল্টে যাচ্ছে এসপ্ল্যানেড মেট্রো, লন্ডনের ধাঁচে সেজে উঠবে স্টেশন

নিউজ এইট্টিনকে দেওয়া সাক্ষাত্কারে পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী জানালেন, স্টেশনগুলির উন্নতির পাশাপাশি, শিয়ালদহ-হাওড়া স্টেশনের হেরিটেজ লুকও ধরে রাখা হয়েছে। আর সেই কারণে এই স্টেশনে শ্যুটিংয়ের বিষয়ে প্রযোজক ও পরিচালকদের আগ্রহ বেড়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.