Sealdah-Digha Train: এক ট্রেনে শিয়ালদহ এসে পৌঁছলেই যথেষ্ট। সেখান থেকেই উঠে পড়া যাবে দিঘাগামী ট্রেনে। কিন্তু কবে থেকে এটি চালু হচ্ছে?
1/5বাঙালির বেড়াতে যাওয়ার তালিকায় সবার প্রথমেই নাম আসে দিঘার। সারা বছরই দিঘা যাওয়ার ট্রেনের টিকিটের তুমুল চাহিদা থাকে। কিন্তু সেই ট্রেনগুলি হাওড়া থেকে রওনা দেয়। ফলে, উত্তর ২৪ পরগণা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া থেকে যাত্রীদের সেই হাওড়া এসে ট্রেন ধরতে হয়। কিন্তু আগামিদিনে সেই সমস্যার সমাধান করতে চলেছে পূর্ব রেল। এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, পুজোর মরসুমেই শিয়ালদহ থেকে দিঘার ট্রেন চালু হয়ে যাবে। ফাইল ছবি; পিটিআই (PTI)
2/5বর্তমানে উত্তর ২৪ পরগণা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া থেকে দিঘা যান যাঁরা, তাঁদের হাওড়ায় আসতে হয়। এর জন্য তাঁরা প্রথমে শিয়ালদহ স্টেশনে আসেন। সেখান থেকে আবার বাস বা ট্যাক্সি করে হাওড়া যেতে হয়। বেড়াতে যাওয়ার ব্যাগ নিয়ে, পরিবার নিয়ে এভাবে যাতায়াত করতে গিয়ে নাকাল হতে হয় পর্যটকদের। তাঁদের এই ঝঞ্জাটই কমাতে চাইছে রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল) (PTI)
3/5ফলে এক ট্রেনে শিয়ালদহ এসে পৌঁছলেই যথেষ্ট। সেখান থেকেই উঠে পড়া যাবে দিঘাগামী ট্রেনে। কিন্তু কবে থেকে এটি চালু হচ্ছে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
4/5এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছে শিয়ালদহ ডিভিশন। রেল বোর্ড তাতে ছাড়পত্র দিলেই শিয়ালদহ-দিঘা ট্রেন চালু হয়ে যাবে। আর সে বিষয়ে খুব বেশি বিলম্ব হবে না বলে মনে করা হচ্ছে। ছাড়পত্র পেলে আগামী ১ অক্টোবর থেকেই শিয়ালদহ থেকে দিঘার ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) (PTI)
5/5ট্রেনের ভাড়া হাওড়া থেকে ছাড়া ট্রেনের মতোই হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ফাইল ছবি: ফেসবুক (PTI)