দিল্লি ভোট শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তারই আগে এদিন আম আদমি পার্টির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছিল আম আদমি পার্টি, তারই জবাব এদিন নাম না করে দিয়ে দেয় কমিশন। কমিশনের সাফ বার্তা, ‘চাপের কৌশল’ ব্যবহার করে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে।
দিল্লি বিধানসভা ভোটের মুখে বিজেপি-আপ দ্বন্দ্ব যখন চরমে, তখনই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে নিশানা করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ ছিল দিল্লি ভোটে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট কাজ করছে। তিনি বলেন,'জনগণের মনে প্রশ্ন উঠেছে, এই মাসের শেষে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নেওয়ার পরে রাজীব কুমার কোন পদ পেতে চলেছেন?' একধাপ এগিয়ে কেজরি বলেন,'মনে হচ্ছে নির্বাচন কমিশনের অস্তিত্বই নেই!' এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নির্বাচন কমিশনের উত্তর এল। কমিশন তার পোস্টে লেখে,' ৩-সদস্যের কমিশন সম্মিলিতভাবে দিল্লি নির্বাচনে নির্বাচন কমিশনের ভাবমূর্তির ক্ষতি করার জন্য বারবার ইচ্ছাকৃত চাপের কৌশল নিচ্ছে, যেন এটি একটি একক সদস্য সংস্থা এবং সাংবিধানিক সংযম রাখার সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের কথা বিচক্ষণতা দ্বারা প্রভাবিত হবে না।'
( JCB and Elephant: মত্ত হাতিকে জেসিবি দিয়ে উস্কানি? উত্তরবঙ্গের ভিডিয়ো ভাইরাল হতেই আটক চালক)
উল্লেখ্য, বুধবার সকালে ভোট গ্রহণ দিল্লিতে তার ঠিক আগের দিন দুুপুরে নির্বাচন কমিশনের তরফে এমন বক্তব্য নিঃসন্দেহে দিল্লির বুকে রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছে। কমিশন তার বক্তব্যে জানিয়েছে, যে সমস্ত রাজনৈতিক দল অভিযোগ জানিয়েছে, বা প্রার্থীরা অভিযোগ জানিয়েছে দিল্লি ভোটে সেই ক্ষেত্রগুলিতে ১.৫ লাখ অফিসাররা আইনি কাঠামোর মধ্যে থেকে পদক্ষেপ করেছেন। কমিশন বলছেন,'এই বিশাল প্রক্রিয়া, স্বচ্ছ্বতা, দলদাস ভাবনা বিরোধী অবস্থান' স্পষ্ট করতে এই বিপুল সংখ্যক অফিসার পদক্ষেপ করেছেন। এর আগে, কেজরিওয়ালের অভিযোগ ছিল, দিল্লিতে ‘হোম ভোটিং এর’ নামে কারচুপি হবে। তিনি গতকালই একাধিক অভিযোগে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে সরব হন। এরপর রাত পোহালেই রয়েছে দিল্লি ভোট। ৫ ফেব্রুয়ারির এই ভোটপর্বের ফলাফল ৮ ফেব্রুয়ারি জানা যাবে। আগামীকাল এক পর্বে ৭০ আসনে ভোট গ্রহণ চলবে দিল্লিতে।