মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশ্রাব্য মন্তব্য করার প্রেক্ষিতে সমালোচনায় সরব হয়েছিল এআইএডিএমকে। এমনকী এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল নির্বাচন কমিশনে। তারপরই ডিএমকে নেতা এ রাজা–কে তারকা প্রচারকের তালিকা থেকে সরিয়ে দেওয়া হল। এমনকী ৪৮ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিল নির্বাচন কমিশন। একইসঙ্গে এ রাজার মন্তব্যকে ‘অশ্লীল’ ও ‘নারীদের’ মাতৃত্বের প্রতি অমর্যাদার বলে আখ্যা দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ৬ এপ্রিল বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। সেখানে নির্বাচনী প্রচারে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে মুখ্যমন্ত্রী পালানিস্বামীর তুলনা করেন। এই বিষয়ে তিনি বলেন, ‘স্ট্যালিনের উত্থান দেখে মনে হয়, সামাজিক মতে বিয়ের পর নয় মাস গর্ভধারণের পর ভূমিষ্ট হয়েছেন। আর পালানিস্বামীর উত্থান দেখুন, হঠাৎ করে উদয় হয়েছেন। একদিন আগে পর্যন্ত তিনি ভেল্লামান্ডিতে (গুড়ের বাজার) কাজ করতেন, আজ তিনি স্ট্যালিনের প্রতিপক্ষ হয়ে গেলেন?’
ডিএমকে নেতার এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে দক্ষিণের রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী পালানিস্বামী পরেরদিনই একটি প্রচারসভায় গিয়ে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রায় কেঁদে ফেলেন। নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়। তার জবাবেই কমিশনের পক্ষ থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য এ রাজার সমস্ত নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়। একইসঙ্গে ডিএমকে’র প্রচারে তারকা প্রার্থীর তালিকা থেকেও তাঁর নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘এ রাজার মন্তব্য কেবল অশ্লীলই নয়, একইসঙ্গে মহিলাদের মাতৃত্বের মর্যাদাও হানি করা হয়েছে। যা নির্বাচনী বিধি বিরুদ্ধ। তাই কমিশন আপনাকে সতর্ক করছে যে নির্বাচনী প্রচারে এমন কোনও মন্তব্য করবেন না, যা অশ্লীল, অবমাননাকর এবং মহিলাদের মর্যাদাহানি করে।’