যোধপুরের একটা সরকারি হাসপাতাল। সেখানকার একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইসিজি করছেন এক রোগীর। কিন্তু তিনি ঠিক জানেন না কীভাবে ইসিজি করতে হয়। সেকারণে তিনি ইউটিউব দেখে ইসিজি করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। আর সেই ভিডিয়ো দেখে মাথায় হাত রোগীর পরিজনদের। তাদের দাবি, এই ধরনের ঘটনা মানা যায় না। এভাবে ইসিজি করলে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এদিকে রোগীর পরিবারও এনিয়ে আপত্তি তুলেছিলেন। তবে ওই ল্যাবের কর্মীর দাবি, কোনও স্টাফ ছিলেন না সেকারণে এটা করা ছাড়া আর কোনও উপায় ছিল না।
এদিকে ওই কর্মীকে বলতে শোনা যায় যে ল্যাব টেকনিশিয়ান ছুটিতে গিয়েছেন। দেওয়ালির ছুটিতে। সেকারণে তিনি এর থেকে বেশি আর কিছু করতে পারবেন না। সব কিছুই ঠিকঠাক জায়গায় রাখা হয়েছে। মেশিনও ঠিকঠাকই চলছে।
এদিকে ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই চারদিকে শোরগোল পড়ে যায়। হাসপাতালের অধ্যক্ষ বিএস যোধা জানিয়েছেন ভিডিয়ো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গেই ওয়াকিবহাল মহলের মতে, বাংলায় সরকারি চিকিৎসা ব্যবস্থায় নানা গাফিলতির অভিযোগ ওঠে। তবে এই ঘটনায় দেখা যাচ্ছে কেবলমাত্র বাংলায় নয়, দেশের বিভিন্ন রাজ্য়ের সরকারি চিকিৎসা ব্যবস্থায় নানা অভিযোগ রয়েছে।