দেশের নির্বাচন কমিশন কেন শিবসেনার প্রতীক ও নাম ‘ফ্রিজ’ করে রেখেছে, তার সদুত্তোর পেতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বালাসাহেব ঠাকরে পুত্র উদ্ধব ঠাকরে। শিবসেনা প্রতিষ্ঠাতার ছেলে তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধবের হাত ছেড়ে পার্টির অন্য অংশ দলেরই একনাথ শিণ্ডের সঙ্গে বিজেপি জোটের মারাঠা সরকারে অংশ নেয়। তারপর থেকেই শিবসেনার প্রতীক নিয়ে দুই শিবিরের লড়াই।
সেই লড়াইয়ের হেতু এদিন নির্বাচন কমিশন মশালের প্রতীক ধার্য করেছে উদ্ধব শিবিরের জন্য। তারা সাফ জানিয়েছে, উদ্ধব শিবিরের শিবসেনা পরিচিত হবে 'শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)' নামে। অন্যদিকে, একনাথ শিণ্ডের শিবিরের শিবসেনা পরিচিত হবে ‘বালাসাহেবাঞ্চি শিবসেনা ’হিসাবে। ফলে, দ্বিখণ্ডিত শিবসেনার উদ্ধব শিবির ও একনাথ ক্যাম্পের নাম জানিয়ে দিল নির্বাচন কমিশন। উল্লেখ্য, মূল সংঘাত শুরু হয়, অন্ধেরির উপনির্বাচন ঘিরে। সেখানে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিণ্ডের শিবির কোন প্রতীকে লড়বে, আর প্রতিষ্ঠাতা বালাসাহেব পুত্র উদ্ধবের ক্যাম্প কোন প্রতীকে লড়বে, তা নিয়ে ছিল জল্পনা। এই ইস্যুতে রায় ‘ফ্রিজ’ করে রেখেছিল নির্বাচন কমিশন। তবে তার আগে রায় কেন নির্বাচন কমিশন দিচ্ছে না তা জানতে চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন উদ্ধাব ঠাকরে।
করবা চৌথের পুজো কবে কখন পড়ছে ২০২২ সালে? সৌভাগ্য বৃদ্ধিতে কিছু টিপস
উল্লেখ্য, মাস কয়েক আগে মারাঠা শাসনের গদিতে পালাবদল আনেন শিবসেনার একনাথ শিণ্ডে। তাঁর ক্যাম্পের সমস্ত বিধায়করা দ্রোহ ঘোষণা করেন উদ্ধবদের বিরুদ্ধে। এরপর বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে মহারাষ্ট্রের মসনদে আসা একনাথ শিণ্ডের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েননি উদ্ধবরা। দুই পক্ষই দাবি করেছিল তাঁরা বালাসাহেব ঠাকরের পথে চলে শিবসেনার অংশ। এরপর রাজনৈতিক গতিপ্রকৃতি ও দেশের আইনের হাত ধরে এই পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।