বাংলা নিউজ > ঘরে বাইরে > MEGHALAYA POLLS: মেঘালয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, শোকজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

MEGHALAYA POLLS: মেঘালয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, শোকজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

ভারতের নির্বাচন কমিশন(File photo) (HT_PRINT)

মেঘের রাজ্যের সমস্ত রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। আর তার মধ্যেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ন্যাশনাল পিপলস পার্টি এবং ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টিকে শোকজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। গৃহ–সামগ্রী দিয়ে সরাসরি ভোট দেওয়ার আহ্বান করা হয়েছে এই দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে বলে অভিযোগ উঠেছে।

আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার নির্বাচন। এই রাজ্যে ৬০ সদস্যের নির্বাচন হওয়ার কথা। যার ভোট গণনা হবে আগামী ২ মার্চ। তবে তার আগে এই নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে। মেঘের রাজ্যের সমস্ত রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। আর তার মধ্যেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ন্যাশনাল পিপলস পার্টি এবং ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টিকে শোকজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। গৃহ–সামগ্রী দিয়ে সরাসরি ভোট দেওয়ার আহ্বান করা হয়েছে এই দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে বলে অভিযোগ উঠেছে।

কয়েকদিন আগে ন্যাশনাল পিপলস পার্টি (‌এনপিপি)‌ এবং ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (‌ইউডিপি)‌ ২৮– পশ্চিম শিলং কেন্দ্রে বিনামূল্যে ভোটারদের গৃহ–সামগ্রী দিয়ে ভোট চেয়েছে বলে খবর সম্প্রসারিত হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায়। এনপিপি এবং ইউডিপি’‌র প্রার্থীরা পশ্চিম শিলং কেন্দ্রে ভোটারদের প্রেশার কুকার এবং বিদেশি বাটি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে এই দুই রাজনৈতিক দলের প্রার্থীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

ঠিক কী বলছে নির্বাচন কমিশন?‌ এই ঘটনার কথা তাঁদের কাছে গিয়ে পৌঁছেছে। এখানের মুখ্য নির্বাচনী আধিকারিক ফ্রেডেরিক রায় খারকোঙ্গর শোকজ নোটিশের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি হিন্দুস্তান টাইমসকে টেলিফোনে বলেন, ‘‌আমরা খবর পেয়ে স্বতঃপ্রণোদিত হয়ে এই শোকজ নোটিশ পাঠিয়েছি দুই রাজনৈতিক দলের প্রার্থীকে। এখন তাঁরা এই নোটিশের জবাব দিন।’‌ এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে পশ্চিম শিলং বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের পক্ষ থেকে। নোটিশ গিয়েছে দুই পার্টির সাধারণ সম্পাদকের কাছে।

কাদের নামে এমন অভিযোগ?‌ ন্যাশানাল পিপলস পার্টির প্রার্থী মহেন্দ্র র‌্যাপসাং এবং ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির প্রার্থী পাল লিংডো’‌র বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে দেওয়া হয়েছে শোকজ নোটিশ। জানুয়ারি মাসের ২৮ এবং ৩০ তারিখ এই প্রেশার কুকার আর বিদেশি বাটি ভোটারদের দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নজরে আসার পরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে দুটি দলকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। সেখানে তাঁদের এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন