বিগত দিনে ডলারের তুলনায় রেকর্ড দাম পড়েছে ভারতীয় টাকার। তবে এর মাঝেও অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে দাবি করা হল, কানাডা, কোরিয়া, ব্রাজিলের মতো দেশের মুদ্রার তুলনায় ভারতীয় মুদ্রার 'পারফর্ম্যান্স' বেশি ভালো ছিল। রিপোর্টে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম তিন ত্রৈমাসিক বা ৯ মাসেই ভারতীয় মুদ্রার দামে পতন ঘটেছে ২.৯ শতাংশ। এর তুলনায় কানাডার ডলারের দাম গত ৯ মাসে কমেছে ৫.৪ শতাংশ। এদিকে দক্ষিণ কোরিয়ার 'ওন'-এর দাম কমেছে ৮.২ শতাংশ। আর ব্রাজিলের 'রিয়াল'-এর দাম কমেছে ১৭.৪ শতাংশ। (আরও পড়ুন: পুরনো সস্তার প্ল্যান ফের চালু করল জিও, ২০০ টাকার বেশ খানিকটা কমে মিলবে ইন্টারনেট)
আরও পড়ুন: Budget LIVE: রেকর্ড অষ্টম বাজেট নির্মলার, আজ বড় কোনও 'উপহার' পাবে মধ্যবিত্ত?
এদিকে রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের বহিরাগত সেক্টর মিশ্র প্রবণতা প্রদর্শন করেছে। মূলত অস্থির বৈশ্বিক অবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছএ। বিশ্বব্যাপী পণ্যমূল্যের পতন ভারতের পণ্য রপ্তানিতে প্রভাব ফেলেছে। এর মধ্যেওএপ্রিল-ডিসেম্বর সময়কালের মধ্যে ননপেট্রোলিয়াম এবং নন-জেমস এবং জুয়েলারি রপ্তানি ৯.১ শতাংশ বেড়েছে। এদিকে রিপোর্ট অনুযায়ী, গত ৭ বছরে দেশে কমেছে বেকারত্বের হার। সার্ভেতে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষের জুলাই-জুন সময়কালে যেখানে দেশের বেকারত্বের হার ছিল ৬ শতাংশ, সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষের জুলাই-জুন সময়ে দেশের বেকারত্বের হার ছিল ৩.২ শতাংশ। (আরও পড়ুন: Sensex LIVE: বাজেটের দিনে কোনদিকে সেনসেক্স? শেয়ার বাজােরের আপডেট জানুন এখানে)
আরও পড়ুন: 'সময়োপযোগী পরামর্শ CEA-র...', বাজেটের আগে নির্মলাকে 'ধন্যবাদ' চিদাম্বরমের
গতকাল প্রকাশিত অর্থৈতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হতে পারে ৬.৩ থেকে ৬.৮ শতাংশ। অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের ত্রৈমাসিক ভিত্তিক বিশ্লেষণ এবং জাতীয় আয়ের তথ্যের প্রবণতা বিশ্লেষণে দেখা গিয়েছে যে সমস্ত সেক্টর ভালো পারফর্ম করছে। দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কোভিড পূর্ববর্তী পর্যায়ে পৌঁছেছে। এদিকে কৃষি ক্ষেত্রও ভালো পার্ফর্ম করছে। এদিকে সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৪ শতাংশ। ২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বর সময়কালে তিনটি ত্রৈমাসিকে দেশে খুচরো মুদ্রাস্ফীতি কমে হয়েছিল ৪.৯ শতাংশ। এদিকে রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৩.৩ শতাংশ। এই আবহে ২০২৪-২৫ সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৬.৪ শতাংশ। এটা গত একদশকের গড়ের সমান। নির্বাচনের পরে জুলাই-নভেম্বর সময়কালের মধ্যে দেশে মূলধনী ব্যয় বেড়েছে ৮.২ শতাংশ। (আরও পড়ুন: মোদীর মার্কিন সফর নিয়ে কাজ করছে উভয় পক্ষই, জানাল বিদেশ মন্ত্রক)
এদিকে দেশে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী মূল্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতকে জলবায়ু-সহনশীল ফসল চাষে মননিবেশ করতে হবে। সমীক্ষায় জানানো হয়েছে, আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি যেমন ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিপাত, বন্যা, খরা সবজির উৎপাদন এবং দামকে প্রভাবিত করেছে। সরবরাহ শৃঙ্খলে সাময়িক ব্যাঘাত ঘটায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে চলতি বছর সোনার দাম কমতে পারে। এমনই আশাপ্রকাশ করা হল অর্থনৈতিক সমীক্ষায়। শুক্রবার সংসদে পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষায় জানানো হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে বিশ্বব্যাঙ্কের তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে 'সোনার দাম কমবে বলে আশা করা হচ্ছে। আর রুপোর দাম বাড়বে বলে অনুমান করা হচ্ছে।' দাম কতটা বাড়তে পারে, কতটা কমতে পারে, তা অবশ্য জানানো হয়নি।