বাংলা নিউজ > ঘরে বাইরে > কয়লাকাণ্ডে ইডির তলব অভিষেক-রুজিরাকে, একদিন আগেই দিল্লি যাচ্ছেন তাঁরা

কয়লাকাণ্ডে ইডির তলব অভিষেক-রুজিরাকে, একদিন আগেই দিল্লি যাচ্ছেন তাঁরা

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়।

এভাবে দিল্লিতে ডেকে পাঠানোর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলেও ইতিমধ্যেই দলের একাংশ সুর চড়াতে শুরু করেছিলেন।

সোমবার ও মঙ্গলবার কয়লাকাণ্ডের জেরে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়েছে। তবে সূত্রের খবর একদিন আগেই তাঁরা দিল্লি পৌঁছে যাচ্ছেন। রবিবারই তাঁরা দিল্লি পৌঁছে যাচ্ছেন। এমনটাই সূত্র মারফৎ খবর। এদিকে এভাবে দিল্লিতে ডেকে পাঠানোর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলেও ইতিমধ্যেই দলের একাংশ সুর চড়াতে শুরু করেছিলেন। তবে সূত্রের খবর, তদন্তে সবরকম সহযোগিতা করার কথা জানিয়েছেন অভিষেক নিজেই। এমনকী নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাঁরা ইডির দফতরে হাজিরা দেবেন। সেকারণেই তাঁরা আগের দিনই দিল্লি চলে যাচ্ছেন।

তবে কলকাতাতেই যাতে তাঁদের জেরা করা হয় সেব্য়াপারে আগেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু গত ১১ই মার্চ দিল্লি আদালত সেই আবেদন খারিজ করে দেয়। তবে এবারই প্রথম নয়। এর আগেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে দিল্লিতে ডেকে পাঠিয়ে প্রায় ৮ ঘণ্টা জেরা করা হয়েছিল। সেবারও প্রয়োজনীয় সহযোগিতা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অভিষের পত্নী রুজিরা ও তাঁর ব্য়ক্তিগত সচিবকেও জেরা করেছিল ইডি। এবার ফের সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার করার উদ্যোগ ইডির।

 

বন্ধ করুন