বাংলা নিউজ > ঘরে বাইরে > পাউডারের মধ্যে আফগানিস্তান থেকে ২১ হাজার কোটির হেরোইন পাচার, তদন্তভার নিচ্ছে ইডি

পাউডারের মধ্যে আফগানিস্তান থেকে ২১ হাজার কোটির হেরোইন পাচার, তদন্তভার নিচ্ছে ইডি

হেরোইন পাচারের তদন্তে ইডি (প্রতীকী ছবি)

চেন্নাইয়ের এক দম্পতি, দুজন আফগান নাগরিক ও এক ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই ডিআরআই গ্রেফতার করেছে।

 গত সপ্তাহে গুজরাতের মুন্দ্রা বন্দরে বাজেয়াপ্ত হয়েছিল দুটি কন্টেনার। আর সেই কন্টেনারের মধ্যে প্রায় ৩ হাজার কেজি হেরোইন। আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় ২১ হাজার কোটি টাকা। এবার সেই ঘটনার তদন্তভার নিতে চাইছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। অভিজ্ঞমহলের মতে এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের বিষয় যুক্ত থাকতে পারে। আফগানিস্তানের কন্দহর জেলা থেকে ইরান হয়ে এই কন্টেনার দুটি গুজরাতে এসেছিল। চেন্নাইয়ের এক দম্পতি, দুজন আফগান নাগরিক ও এক ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই ডিআরআই গ্রেফতার করেছে।

এক ইডি আধিকারিকের দাবি, তালিবান, পাকিস্তান, আফগানিস্তান যোগ রয়েছে এই হেরোইন পাচারের সঙ্গে। অন্ধ্রের একটি কোম্পানির মাধ্যমে পাউডারের আড়ালে পাচার করা হচ্ছিল এই বিপুল পরিমাণ হেরোইন। তবে বিজয়ওয়াড়া পুলিশের দাবি, ওই দম্পতির একটি ঠিকানা ছাড়া এই ঘটনার সঙ্গে বিজয়ওয়াড়ার কোনও সম্পর্ক নেই। তবে ওই দম্পতির আমদানি, রফতানির লাইসেন্সও রয়েছে। এটি সম্ভবত দিল্লি চলে যেত। তবে এটি খুব ভালো মানের হেরোইন। আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় ৭ কোটি টাকা প্রতি কেজি। তবে এত বড় পাচার চক্রের পেছনে কাদের আর্থিক লেনদেন রয়েছে সেটাই জানার চেষ্টা করছে ইডি। প্রসঙ্গত উল্লেখ করা যায়, আফগানিস্তান সরকার পাউডার আমদানি সেই ২০১৫ সালেই নিষিদ্ধ করেছে। তালিবানের অর্থের যোগান বন্ধ করার জন্যই এই কড়া পথ নিয়েছিল পূর্বতন আফগান সরকার। 

 

বন্ধ করুন