বাংলা নিউজ > ঘরে বাইরে > বড়সড় পতনের পর আবারও বাড়ল তেলের দাম, সরষের তেলের দাম ২,৫০০ টাকা

বড়সড় পতনের পর আবারও বাড়ল তেলের দাম, সরষের তেলের দাম ২,৫০০ টাকা

বড়সড় পতনের পর আবারও বাড়ল তেলের দাম, সরষের তেলের দাম ২,৫০০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য নন্দিতা আইয়ার/লাইভ মিন্ট)

পাইকারি বাজারে কত দাম পড়ছে, তা দেখে নিন একনজরে।

দিনকয়েক আগেই ভোজ্য তেলের দাম অনেকটা পড়েছিল। কিন্তু আবারও বাড়ল দর। বিশ্ব বাজারে উত্থানের কারণে বুধবার দিল্লির তেল এবং তৈলবীজ মান্ডিতে সরষের তেল, সয়াবিন তেল-সহ বেশিরভাগ ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, পামতেলের উপর আমদানি শুল্ক বাড়িয়েছে ইন্দোনেশিয়া। তার জেরে মালয়েশিয়ার এক্সচেঞ্জে পামতেলের দাম পাঁচ শতাংশ বেড়েছে। শিকাগো এক্সচেঞ্জে দাম বেড়েছে দু'শতাংশ। যা স্থানীয় স্তরে তৈলবীজের ব্যবসার উপর সরাসরি প্রভাব ফেলেছে। তা নিয়ে ব্যবসায়ীদের বক্তব্য, ভারতে তৈলবীজের উৎপাদন বৃদ্ধি করলে আমদানির উপর নির্ভর করতে হবে না। ইন্দোনেশিয়ার উপর নির্ভরতা কমবে। তার ফলে দামের ক্ষেত্রে ততটা হেরফের হবে না। একাংশের দাবি, ভারতের কৃষকদের উৎপাদন বাড়ানোর সামর্থ্য আছে। তাঁরা ঠিকমতো দাম পেলেই সেই কাজটা করতে পারবেন।

পাইকারি বাজারে কত দাম পড়ছে, তা দেখে নিন একনজরে -

১) সরষের তেলের বীজের দাম - টিনপ্রতি ৭,৩৭৫ টাকা।

২) বাদাম তেল বীজের দাম - টিনপ্রতি ৫,৭৭০ থেকে ৫,৮১৫ টাকা।

৩) বাদাম তেল (মিল ডেলিভারি) - ১৪,০০০ টাকা।

৪) বাদাম তেল রিফাইনড তেল - টিনপ্রতি ২,২৬০ টাকা থেকে ২,২৯০ টাকা।

৫) কাচ্চি ঘানি সরষের তেল -টিনপ্রতি ২,৪২৫ টাকা থেকে ২,৫২৫ টাকা।

৬) সরষের তেল দাদরি - এক কুইন্টালের দাম ১৪,৪৬০ টাকা।

৭) তিল তেল (মিল ডেলিভারি) - ১৫,০০০ থেকে ১৭,০০০ টাকা। 

৮) সয়াবিন তেল (মিল ডেলিভারি), দিল্লি  - ১৫,২০০ টাকা।

৯) সয়াবিন তেল (মিল ডেলিভারি), ইন্দোর- ১৫,০০০ টাকা।

বন্ধ করুন