মধ্য়প্রদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মধ্য়প্রদেশ সরকারের মুখ্য়সচিব, সাগর কালেক্টর, বিনার মুখ্য় মিউনিসিপ্যাল অফিসারের কাছে নোটিশ পাঠিয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে ঠিক কোন আইনে গণেশ পুজোর সময় বিনা এলাকায় ডিম আর মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল?
প্রধান বিচারপতি সুরেশ কুমার কৈত ও বিচারপতি বিবেক জৈনের বেঞ্চ এই জনস্বার্থ মামলা শুনেছিলেন। বিনার এক ব্যবসায়ী এই মামলা করেছিলেন। ব্যবসায়ীর নাম বীরেন্দ্র আজমানি। গত ৭ সেপ্টেম্বর সেখানকার সিএমও যে নোটিফিকেশন জারি করেছিল তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। সেখানে বলা হয়েছিল গণেশ পুজোতে ডিম ও মাংস বিক্রি করা যাবে না। সেখানে উল্লেখ করা হয়েছিল যারা এই নিয়ম মানেবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এরপর ওই ব্যবসায়ী জনস্বার্থ মামলা করেন। তিনি দাবি করেছিলেন কোন আইনে এই ধরনের নিয়ম করা হল? সেই সঙ্গেই তিনি উল্লেখ করেছিলেন এই ধরনের নিয়ম করার অর্থ হল মৌলিক অধিকারকে লঙ্ঘন করা। সেকারণেই তিনি এই নিয়মের ক্ষেত্রে আপত্তি তুলেছিলেন। এক সপ্তাহের মধ্য়ে জবাব তলব করা হয়েছে। পরবর্তী শুনানির দিন ২২ অক্টোবর।