বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার প্রধান অতিথি কে হচ্ছেন? নামটা জেনে নিন

ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার প্রধান অতিথি কে হচ্ছেন? নামটা জেনে নিন

Egyptian President Abdel Fattah el-Sisi. (AP File Photo) (HT_PRINT)

কোভিড অতিমারির জেরে গত ২০২১ ও ২০২২ সালে কোনও প্রধান অতিথি ছিলেন না সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে। ২০২০ সালে শেষবার ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো উপস্থিত ছিলেন।

রেজাউল লস্কর

এবার ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসিকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, আরব দুনিয়ার সঙ্গে সম্পর্ককে আরও নিবিড় করতেই ভারতের তরফে এই বিশেষ উদ্যোগ।

গত অক্টোবর মাসে ইজিপ্ট সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তখনই ১৬ অক্টোবর কায়রোতে সিসির সঙ্গে দেখা হয়েছিল বিদেশমন্ত্রীর। তখনই তাঁকে আমন্ত্রণ জানানো হয়।

এদিকে ওয়াকিবহাল মহলের মতে, ২৬ জানুয়ারি রিপাব্লিক ডে-তে দেশের অন্যতম প্রধান সহযোগীকে আমন্ত্রণ জানানো নিঃসন্দেহে সম্মানের প্রতীক। এদিকে কোভিড অতিমারির জেরে গত ২০২১ ও ২০২২ সালে কোনও প্রধান অতিথি ছিলেন না সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে। ২০২০ সালে শেষবার ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো উপস্থিত ছিলেন।

সিসির সঙ্গে মিটিং প্রসঙ্গে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী আগেই টুইট করে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা তাঁকে জানানো হয়েছে। ব্যক্তিগত বার্তাও দেওয়া হয়েছে।

এদিকে গত কয়েক দশক ধরেই ইজিপ্টের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ৬৮ বছর বয়সী ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসিকে এই প্রথম সাধারণতন্ত্র দিবসে আমন্ত্রণ জানানো হল।সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত তালমিজ আহমেদ জানিয়েছেন, আমাদের মধ্যে যে ঐতিহ্যের সম্পর্ক রয়েছে সেটাই ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

 

বন্ধ করুন