বাংলা নিউজ > ঘরে বাইরে > Eid Message from Modi: ‘ইদ মোবারক’, খুশির ইদে সম্প্রীতি, মানব কল্যাণের বার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Eid Message from Modi: ‘ইদ মোবারক’, খুশির ইদে সম্প্রীতি, মানব কল্যাণের বার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

খুশির ইদে সম্প্রীতি, মানব কল্যাণের বার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর (AP)

টুইটে মোদী লেখেন, ‘ইদ মোবারক! ইদ-উল-আযহার শুভেচ্ছা সবাইকে। এই উৎসব আমাদেরকে মানবজাতির মঙ্গলের জন্য সম্মিলিত কল্যাণ ও সমৃদ্ধির চেতনাকে আরও এগিয়ে নিতে কাজ করতে অনুপ্রাণিত করে।’

ইদ উপলক্ষে গোটা দেশকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কথায় ‘সম্মিলিত কল্যাণের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে অনুপ্রাণিত করে ইদ’। টুইটে মোদী লেখেন, ‘ইদ মোবারক! ইদ-উল-আযহার শুভেচ্ছা সবাইকে। এই উৎসব আমাদেরকে মানবজাতির মঙ্গলের জন্য সম্মিলিত কল্যাণ ও সমৃদ্ধির চেতনাকে আরও এগিয়ে নিতে কাজ করতে অনুপ্রাণিত করে।’

এর আগে শনিবার রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও ইদ-উল-আযহার প্রাক্কালে নাগরিকদের শুভেচ্ছা জানান। উৎসবটি ‘হযরত ইব্রাহিমের দেখানো আত্মত্যাগের পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে’ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। দেশের সবাইকে ‘মানবতার সেবায় আত্মনিবেদন করতে এবং জাতির সমৃদ্ধি ও উন্নয়নে কাজ করতে’ পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘এই উৎসব আমাদেরকে হজরত ইব্রাহিমের দেখানো আত্মত্যাগের পথে চলতে অনুপ্রাণিত করে। এই উপলক্ষে আসুন আমরা মানবজাতির সেবায় আত্মনিবেদন করি এবং জাতির সমৃদ্ধি ও উন্নয়নে কাজ করি। ইদ-উজ-আযহা উপলক্ষে সকল দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনদের জানাই শুভেচ্ছা।’

এদিকে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে লেখেন, ‘ইদ-উল-আযহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। এই দিনটি সর্বত্র সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক, এই কামনা করি। সবাই সুস্থ থাকুন এবং সম্প্রীতিতে বসবাস করুন। ইদ মোবারক!’ এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট বার্তায় লেখেন, ‘ঈদ মোবারক! ইদ-উল-আযহার এই শুভ উপলক্ষ সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসুক, এই প্রার্থনা করি

বন্ধ করুন