ইদ উপলক্ষে গোটা দেশকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কথায় ‘সম্মিলিত কল্যাণের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে অনুপ্রাণিত করে ইদ’। টুইটে মোদী লেখেন, ‘ইদ মোবারক! ইদ-উল-আযহার শুভেচ্ছা সবাইকে। এই উৎসব আমাদেরকে মানবজাতির মঙ্গলের জন্য সম্মিলিত কল্যাণ ও সমৃদ্ধির চেতনাকে আরও এগিয়ে নিতে কাজ করতে অনুপ্রাণিত করে।’
এর আগে শনিবার রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও ইদ-উল-আযহার প্রাক্কালে নাগরিকদের শুভেচ্ছা জানান। উৎসবটি ‘হযরত ইব্রাহিমের দেখানো আত্মত্যাগের পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে’ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। দেশের সবাইকে ‘মানবতার সেবায় আত্মনিবেদন করতে এবং জাতির সমৃদ্ধি ও উন্নয়নে কাজ করতে’ পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘এই উৎসব আমাদেরকে হজরত ইব্রাহিমের দেখানো আত্মত্যাগের পথে চলতে অনুপ্রাণিত করে। এই উপলক্ষে আসুন আমরা মানবজাতির সেবায় আত্মনিবেদন করি এবং জাতির সমৃদ্ধি ও উন্নয়নে কাজ করি। ইদ-উজ-আযহা উপলক্ষে সকল দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনদের জানাই শুভেচ্ছা।’
এদিকে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে লেখেন, ‘ইদ-উল-আযহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। এই দিনটি সর্বত্র সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক, এই কামনা করি। সবাই সুস্থ থাকুন এবং সম্প্রীতিতে বসবাস করুন। ইদ মোবারক!’ এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট বার্তায় লেখেন, ‘ঈদ মোবারক! ইদ-উল-আযহার এই শুভ উপলক্ষ সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসুক, এই প্রার্থনা করি