বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh: ইদ উপলক্ষ্যে ঢাকা সেজেছে নতুন রূপে

Bangladesh: ইদ উপলক্ষ্যে ঢাকা সেজেছে নতুন রূপে

ইদ উপলক্ষ্যে ঢাকা সেজেছে নতুন রূপে। ছবি চ্যানেল আই

ইদ-উল-ফিতর উপলক্ষ্যে যেন নতুন রূপে সেজেছে রাজধানী ঢাকা। রংবেরঙের পতাকা আর আলোকসজ্জায় পুরো নগরী পরিণত হয়েছে খণ্ড খণ্ড উৎসবের মঞ্চে। জাতীয় সংসদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদকে সাজানো হয়েছে রঙিন আলোয়।

ইদ উল ফিতরের রঙিন উৎসবে মেতে উঠেছে সারা বাংলাদেশ। শনিবার সকালে ঢাকায় ইদের নামাজের পর নানা আয়োজনে আনন্দ করবেন সবস্তরের মানুষ। পবিত্র ইদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় ইদের প্রথম জামাত সকাল ৭ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এরপর সেখানে ৮টা ও ৯ টায় ইদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল ১০টায় আরেকটি জামাতের পর বেলা পৌনে ১১টায় সেখানে অনুষ্ঠিত হবে শেষ ইদ জামাত। সবশেষে ইদ জামাত বেলা ১১টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে তেজগাঁতে অবস্থিত চ্যানেল আই মসজিদে। এছাড়াও সকাল থেকে ঢাকা-সহ সারা বাংলাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ইদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।

ইদ উপলক্ষে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা পাচ্ছেন ৫ দিনের ছুটি। বুধবার (১৯ এপ্রিল) শবে কদর উপলক্ষে ছুটি, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকারের নির্বাহী আদেশ অনুসারে একদিন ছুটি এরপর শুক্রবার থেকে রবিবার (২১ থেকে ২৩ এপ্রিল) তিন দিন ইদ উপলক্ষে ছুটি থাকবে।

ইদ-উল-ফিতর উপলক্ষ্যে যেন নতুন রূপে সেজেছে রাজধানী ঢাকা। রংবেরঙের পতাকা আর আলোকসজ্জায় পুরো নগরী পরিণত হয়েছে খণ্ড খণ্ড উৎসবের মঞ্চে। জাতীয় সংসদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদকে সাজানো হয়েছে রঙিন আলোয়। সচিবালয় ভবন সেজেছে লাল-সবুজ রঙে। আলোয় ভরে গিয়েছে সুপ্রিম কোর্ট ভবন। আলোক সজ্জায় ঝলমল করছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন। ঢাকার প্রধান প্রধান সড়কগুলো মোড়ানো হয়েছে নানান রঙের পতাকায়। ভিন্ন ভিন্ন রূপে সাজানো হয়েছে আরও কিছু সরকারি ভবন।

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

বন্ধ করুন