ভিন রাজ্যে কাজে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন এই বাংলার আটজন পরিযায়ী শ্রমিক। পড়শি রাজ্য ওডিশায় স্থানীয় বাসিন্দাদের একাংশের হাতে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে হল তাঁদের!
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, যৌন হেনস্থার অভিযোগ তুলে ওই আট শ্রমিককে মারধর করা হয়। তাঁদের সর্বসমক্ষে নিজেদের পোশাক খুলতে বাধ্য করা হয়। এবং সেই অবস্থাতেই তাঁদের রাস্তা দিয়ে হাঁটানো হয়!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে ওডিশার সুন্দরগড় জেলার টাউন থানা এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, যে আটজন বাঙালি শ্রমিককে হেনস্থা করা হয়েছে, তাঁদের মধ্যেই কোনও একজন নাকি এলাকার কোনও এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন এবং তাঁকে যৌন নিগ্রহ করার চেষ্টা করেন।
বলা হচ্ছে, 'নিগৃহীতা' ওই মহিলার বয়স ৪০ বছর। তিনি স্থানীয় মিশন রোড এলাকার বাসিন্দা। তাঁর দাবি, তিনি যখন স্নান করে বাথরুম থেকে বেরোচ্ছিলেন, সেই সময়েই এক বাঙালি শ্রমিক তাঁকে উদ্দেশ করে অশালীন অঙ্গভঙ্গি করেন এবং তাঁকে বাথরুমের বাইরেই ধরার চেষ্টা করেন।
মহিলার দাবি, এতে তিনি ভয় পেয়ে যান এবং চিৎকার করে ওঠেন। সেই চিৎকার শুনে অভিযুক্ত ওই পরিযায়ী শ্রমিক সেখান থেকে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ওডিশার একটি নির্মাণস্থলে কাজ করতে যাওয়া ওই শ্রমিকরা আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁরা নির্মাণস্থলের কাছেই একটি জায়গায় সকলে মিলে থাকেন।
অভিযোগ, সংশ্লিষ্ট মহিলা তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলার কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী প্রায় ১০০ লোক নিয়ে পরিযায়ী শ্রমিকদের থাকার জায়গায় হামলা চালান।
উন্মত্ত জনতা ওই নির্মাণস্থলে রীতিমতো হইচই শুরু করে দেয় বলেও অভিযোগ উঠেছে। তারা আটজন বাঙালি শ্রমিককে হেনস্থা ও মারধর করে এবং তাঁদের পোশাক খুলতেও বাধ্য করা হয়। তাঁদের হাতও বেঁধে দেওয়া হয়। এরপর, কেবলমাত্র অন্তর্বাস পরিহিত অবস্থায় ওই পরিযায়ী শ্রমিকদের রাস্তার উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়।
এই খবর পুলিশের কাছে পৌঁছতেই তারা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় এবং উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করে আক্রান্ত শ্রমিকদের উদ্ধার করে। পুলিশ নিগৃহীত শ্রমিকদের স্থানীয় থানায় নিয়ে যায়।
পরবর্তীতে পুলিশের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, স্থানীয় এক মহিলার 'শ্লীলতাহানি'র ঘটনা কেন্দ্র করেই গন্ডগোল শুরু হয়। হামলাকারী জনতা ও আক্রান্ত বাঙালি শ্রমিকরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ ও পালটা অভিযোগ জানিয়েছেন।
তার ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে দু'টি অভিযোগ দায়ের করা হয়েছে। একটি অভিযোগ দায়ের করা হয়েছে শ্লীলতাহানির এবং অন্য অভিযোগটি দায়ের করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের নিগ্রহ ও হেনস্থার। পুরো ঘটনার তদন্ত চলছে।