মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ, শুক্রবার সমস্ত সূচি বাতিল করে দিয়ে চলে গেলেন গ্রামের বাড়িতে। কোনও কিছু কাউকে না জানিয়ে একনাথ শিন্ডে চলে গেলেন সাতারায় তাঁর গ্রামের বাড়িতে। কিন্তু কেন? বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন একনাথ বলে সূত্রের খবর। কিন্তু শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে চলে গেলেন গ্রামের বাড়িতে। এমন কী ঘটল যে তড়িগড়ি গ্রামের বাড়িতে যেতে হল? উঠছে প্রশ্ন। তাঁর অনুপস্থিতির জেরে আজ শুক্রবার বাতিল হয়ে গেল মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি, শিন্ডেসেনা এবং এনসিপি(অজিত) জোটের বৈঠক। এখান থেকেই মুখ্যমন্ত্রিত্ব নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে।
মহারাষ্ট্র নির্বাচন শেষ হতেই দেখা যায়, দেবেন্দ্র ফড়ণবীস তড়িঘড়ি আরএসএসের সদর দফতরে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেন। তারপর সেখান থেকে ফিরে আসেন। সেটা মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর কুর্সিতে দেবেন্দ্র ফড়ণবীস একপ্রকার নিশ্চিত। কারণ তিনি আরএসএস ঘনিষ্ঠ। যেটা একনাথ শিন্ডে নন। সেটা বুঝতে পেরেই মনমরা হয়ে গ্রামের বাড়িতে ফিরেছেন একনাথ বলে মনে করা হচ্ছে। তবে একনাথ যে গ্রামে বাড়িতে গিয়েছেন সেটা নিশ্চিত করেন শিবসেনার মুখপাত্র মনীষা কায়ানড়ে।
আরও পড়ুন: একাধিক হনুমানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, জগৎবল্লভপুরের ঘটনায় আলোড়ন
নয়াদিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকে একনাথ শিন্ডের পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস এবং বিদায়ী উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার হাজির ছিলেন। সেখানে কে, কোন পদ পাবেন তা নিয়ে আলোচনা হয়। যা বাস্তবায়িত হবে আগামী সপ্তাহে। সেটা শোনার পর মেনে নিতে পারেননি একনাথ শিন্ডে। তাই সব কর্মসূচি বাতিল করে গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন বলে সূত্রের খবর। বিজেপির পক্ষ থেকে অবশ্য পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রী যদি ফডণবীস হয় তাহলে স্বরাষ্ট্র দফতর কার হাতে থাকবে? উঠছে প্রশ্ন।
মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে বিধানসভা নির্বাচনে জোটের তিন দল— বিজেপি, শিন্ডে সেনা এবং এনসিপি (অজিত) যথাক্রমে ১৩২, ৫৭ এবং ৪১টি আসন জিতেছে। এই বৈঠকের আগে অবশ্য আঁচ পেয়েছিলেন শিন্ডে মুখ্যমন্ত্রী পদ এবার পাবেন না তিনি। তাই প্রকাশ্যে বলেছিলেন, সিএম মানে কমন ম্যান। মানুষের জন্য যিনি কাজ করে যাবেন। তবে অমিত শাহের সঙ্গে বৈঠক শেষের পর একনাথ শিন্ডে সাংবাদিকদের বলেন, ‘বৈঠক খুব ভাল এবং সদর্থক হয়েছে। এটাই প্রথম বৈঠক। আমরা আলোচনা করেছি অমিত শাহ এবং জেপি নড্ডার সঙ্গে। মহাযুতির সঙ্গে আর একটি বৈঠক আছে। সেই বৈঠকে ঠিক হবে মুখ্যমন্ত্রী কে হবেন। মুম্বইতে ওই বৈঠক হবে।’