আজকে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা শিন্ডে গোষ্ঠীর দায়ের করা মামলার। এই মামলার পিটিশনে একনাথ গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে যে ৩৮ বিধায়ক মহাবিকাশ অঘাড়ি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করেছে। এর জেরে তাঁদের দাবি, মহাবিকাশ অঘাড়ির সরকার বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
পিটিশনে একনাথের তরফে লেখা হয়েছে, ‘মহা বিকাশ অঘাড়ি (এমভিএ) জোট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কারণ শিবসেনা পরিষদীয় দলের ৩৮ জন সদস্য তাঁদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এই সরকার থেকে। এর ফলে এই সরকার সংখ্যালঘু হয়ে গিয়েছে।’
সূত্রের খবর মূলত তিনটি পয়েন্ট এই আবেদনে তুলে ধরা হয়েছে - প্রথমত বিধানসভার দলনেতা হিসাবে অজয় চৌধুরীকে মনোনীত করার বিষয়টিকে চ্য়ালেঞ্জ জানিয়েছে একনাথ শিন্ডের শিবির। দ্বিতীয়ত একনাথ শিবিরের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছে তাদেরকে বরখাস্ত করার পদক্ষেপ যেন ডেপুটি স্পিকার না নেন। পাশাপাশি একনাথ শিবিরে থাকা বিধায়কদের বরখাস্ত করার ব্যাপারে যে নোটিশ জারি করা হয়েছে সেটিকেও চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন জানানো হয়েছে।
এদিকে এই মামলার মাঝেই ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য দুপুর দুটোর সময় শিন্ডে তাঁর সমর্থক বিধায়কদের একটি বৈঠক ডেকেছেন গুয়াহাটির হোটেলে। অপরদিকে বিদ্রোহী সেনা বিধায়ক একনাথ শিন্ডে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের সঙ্গে দু'বার কথা বলেছেন বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই সোমবার এক এমএনএস নেতার বরাত দিয়ে এই কথা জানিয়েছে। রাজ ঠাকরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন শিন্ডে। পাশাপাশি দুই নেতার মধ্যে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে।