বাংলা নিউজ > ঘরে বাইরে > রাজ্য সরকারকে চিঠি দিল নির্বাচন কমিশন, পাল্টা চিঠিতে উপনির্বাচন চাইল সরকার

রাজ্য সরকারকে চিঠি দিল নির্বাচন কমিশন, পাল্টা চিঠিতে উপনির্বাচন চাইল সরকার

নির্বাচন কমিশনের দফতর। ফাইল ছবি। সৌজন্যে–এএনআই।

কমিশনের চিঠির প্রেক্ষিতে পালটা চিঠি দিয়ে রাজ্য সরকারও জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন যেন উপনির্বাচনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করে।

আজ শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। আর তার মধ্যেই উপনির্বাচনের জল্পনা দেখা গেল। সূত্রের খবর, শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে একটি চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন জানতে চেয়েছে রাজ্যসভার দু’টি আসনে নির্বাচনের আয়োজন করা সম্ভব কি না। কমিশনের চিঠির প্রেক্ষিতে পালটা চিঠি দিয়ে রাজ্য সরকারও জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন যেন উপনির্বাচনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করে।

একুশের নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনের ফলপ্রকাশ হয়েছিল। কারণ নির্বাচনের আগেই দুই প্রার্থীর মৃত্যু হয়। সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনে নির্বাচন হয়নি। আবার নির্বাচনের ফলপ্রকাশের আগেই মৃত্যু হয় খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থীর। ফলপ্রকাশের পর বিজেপি বিধায়ক পদ ছাড়েন নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। এমনকী ভবানীপুর আসনটি ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। সুতরাং সবমিলিয়ে ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

জানা গিয়েছে, রাজ্যসভার দু’টি আসনে নির্বাচন নিয়ে রাজ্য সরকারের কাছে মতামত জানতে চাওয়া হয়েছিল। তাতে সায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় দ্রুত উপনির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথাও উল্লেখ করে চিঠি দেওয়া হযেছে নির্বাচন কমিশনকে। এবার নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

ঘরে বাইরে খবর

Latest News

'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.