উৎসবের মধ্যেই ছয় রাজ্যে বিধানসভা উপনির্বাচনের সূচি জারি করল নির্বাচন কমিশন। বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এবং ওড়িশা রাজ্যে বিধানসভার উপনির্বাচন হবে আগামী ৩ নভেম্বর এবং ভোটের ফল ঘোষণা করা হবে ৬ নভেম্বর। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে আজ সোমবার অষ্টমীর দিন এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে উপ নির্বাচনের কথা জানানো হয়েছে।
উত্তরপ্রদেশে BJP পাবে মাত্র ১৫৭ আসন! ভোট গণনার আগেই প্রকাশ্যে নয়া জনমত সমীক্ষা
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ছয়টি রাজ্যের মোট সাতটি কেন্দ্রে উপনির্বাচন হবে। যার মধ্যে দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে বিহারে। এগুলি হল মোকামা এবং গোপালগঞ্জ বিধানসভা কেন্দ্র। এছাড়া, রয়েছে মহারাষ্ট্রের অন্ধেরি পূর্ব, হরিয়ানার আদমপুর বিধানসভা কেন্দ্র, তেলাঙ্গানার মুনুগঞ্জ, উত্তরপ্রদেশের গোলা গোখরানাথ এবং ওড়িশার ধামনাগড় কেন্দ্রে উপনির্বাচন হবে।
নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, উপনির্বাচনের জন্য গেজেট নোটিফিকেশন বেরোবে ৭ অক্টোবর। প্রার্থীরা ১৪ অক্টোবর মনোনয়ন পত্র জমা দিতে পারবেন। বাতিলের শেষ সময় হল ১৪ অক্টোবর এবং মনোনয়ন প্রার্থীর এবং ১৭ অক্টোবরের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রসঙ্গত বিহারের মোকামা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা অমিত কুমার সিং। কিন্তু একটি মামলায় জেল হওয়ায় তার বিধায়ক পদ খারিজ হয়েছে। তারপর থেকে এখানে কোনও বিধায়ক নেই। বিহারের গোপালগঞ্জের বিজেপি বিধায়ক ছিলেন সুভাষ সিং। তবে গত আগস্টে তার মৃত্যু হয়। এই বিধানসভা কেন্দ্রও এখন বিধায়ক শূন্য রয়েছে। এছাড়া হরিয়ানার ওই কেন্দ্র থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন বিধায়ক কুলদীপ বিষ্ণই। তেলাঙ্গানার ওই কেন্দ্রে আগে বিধায়ক ছিলেন কে রাজাগোপাল রেড্ডি।