বাংলা নিউজ > ঘরে বাইরে > EC to Akhilesh Yadav: ‘প্রমাণ করুন যে যাদব-মুসলিম ভোটারদের নাম বাদ পড়েছে’, অখিলেশকে ১৫ দিন সময় দিল নির্বাচন কমিশন

EC to Akhilesh Yadav: ‘প্রমাণ করুন যে যাদব-মুসলিম ভোটারদের নাম বাদ পড়েছে’, অখিলেশকে ১৫ দিন সময় দিল নির্বাচন কমিশন

অখিলেশ যাদবকে নোটিশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। (ছবি - এএনআই) (ANI)

অখিলেশ যাদবকে নোটিশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। 

কয়েকদিন আগেই সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা অখিলেশ যাদব দাবি করেছিলেন যাদব এবং মুসলিম সম্প্রদায়ের প্রায় ২০ হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে এবার প্রমাণ জমা করতে বলা হল অখিলেশকে। নির্বাচন কমিশনের তরফে আগামী ১০ নভেম্বরের মধ্যে এই সংক্রান্ত প্রমাণ চাওয়া হল অখিলেশের কাছ থেকে।

অখিলেশ অভিযোগ করেছিলেন, বিজেপির কথায় নির্বাচন কমিশন রাজ্য জুড়ে ৪০৩টি বিধানসভা কেন্দ্রের প্রায় সবকিটতেই নাম বাদ দেওয়া হয়েছিল যাদব এবং মুসলিম সম্প্রদায়ের ভোটারদের। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসের বিধানসভা নির্বাচনের আগে তাদের নাম তালিকা থেকে কাটা হয় বলে দাবি করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এবার স্বতপ্রণোদিত হয়ে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কমিশনের আধিকারিকদের মতে, অখিলেশের এই বক্তব্যে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, অখিলেশের দলের তরফে নির্বাচন কমিশনের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি ভোটার তালিকা নিয়ে। তবে অখিলেশের এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ১০ নভেম্বরের মধ্যে প্রমাণ চাইল কমিশন। প্রতিটি বিধানসভা আসন ধরে ধরে ভোটারদের নাম বাদ পড়ার তথ্য জমা দিতে বলা হয়েছে অখিলেশকে। সঙ্গে প্রমাণও দিতে বলা হয়েছে। পাশাপাশি অখিলেশকে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ হাজার ভোটারের নাম বাদ পড়ার প্রেক্ষিতে সমাজবাদী পার্টির তরফে একটিও অভিযোগ জানানো হয়নি। শুধুমাত্র সমাজবাদী পার্টির এক প্রার্থী এক অভিযোগ দায়ের করে দাবি করেছিলেন যে তাঁর কেন্দ্র থেকে ১০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। তবে সেই অভিযোগ খতিয়ে দেখে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সেই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এদিকে নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর এই নিয়ে বৃহস্পতিবার মুখ খোলেননি অখিলেশ যাদব।

বন্ধ করুন