বাংলা নিউজ > ঘরে বাইরে > Vice President: উপরাষ্ট্রপতি পদে ভোটের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

Vice President: উপরাষ্ট্রপতি পদে ভোটের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ফাইল ছবি (ANI Photo/Vice President Twitter) (ANI)

সংবিধানের আর্টিকেল ৬বি অনুসারে উপরাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে বর্তমান উপরাষ্ট্রপতির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই নির্বাচনের দিন ঠিক করা হল। যেদিন নির্বাচন হবে সেদিনই গণনা করা হবে।

আগামী ১০ অগস্ট উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাঁর উত্তরসূরি হিসাবে কে বসবেন ওই পদে তা নিয়ে জোর চর্চা। তার মধ্যেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। আগামী ৬ অগস্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে। বুধবার একথা জানিয়েছে নির্বাচন কমিশন।আগামী ৫ জুলাই এনিয়ে নোটিফিকেশন জারি করা হবে।

কমিশন সূত্রে খবর, ১৯ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেব্যাপারে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ জুলাই মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে। আগামী ২২ জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ৬ অগস্ট ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে। তার প্রস্তুতিও শুরু হয়ে গেল। সংবিধানের আর্টিকেল ৬বি অনুসারে উপরাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে বর্তমান উপরাষ্ট্রপতির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই নির্বাচনের দিন ঠিক করা হল। যেদিন নির্বাচন হবে সেদিনই গণনা করা হবে।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছিলেন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্যও ইতিমধ্য়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনও ঘোষণা করা হয়ে গেল। 

বন্ধ করুন