বাংলা নিউজ > ঘরে বাইরে > এবার ভোটার কার্ড নথিভুক্ত করতে লাগবে আধার, রাজ্যসভাতেও পাশ নির্বাচনী সংশোধনী বিল

এবার ভোটার কার্ড নথিভুক্ত করতে লাগবে আধার, রাজ্যসভাতেও পাশ নির্বাচনী সংশোধনী বিল

প্রতীকী ছবি, সৌজন্য পিটিআই

বিলের প্রস্তাব অনুযায়ী, পরিচয় প্রমাণের জন্য ভোটার হিসেবে নথিভুক্ত করার জন্য রেজিস্ট্রেশন অফিসার আধার কার্ডের নম্বর চাইতে পারেন।

নির্বাচনী আইন (সংশোধনী) বিল, ২০২১ সংসদে পাস হল রাজ্যসভায়। আগেই এই বিল পাশ হয়েছিল লোকসভায়। তাই এবার রাষ্ট্রপতির সম্মতির পর তা আইনে পরিণত হবে। উল্লেখ্য, এই বিলে প্রস্তাবনা নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার বিরোধিতা করে সংসদে সরবও হয়েছিলেন বিরোধীরা। তবে শেষ পর্যন্ত হট্টগোলের মাঝেই সেই বিল দুই কক্ষেই পাশ হয়ে গেল।

এই বিলের প্রস্তাব অনুযায়ী, পরিচয় প্রমাণের জন্য ভোটার হিসেবে নথিভুক্ত করার জন্য রেজিস্ট্রেশন অফিসার আধার কার্ডের নম্বর চাইতে পারেন। সোমবার লোকসভায় সেই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। সেদিনই বিলটি পাশ হয় সংসদের নিম্ন কক্ষে। আর আজ এই বিলটি অনুমোদিত হল রাজ্যসভায়। আইন মন্ত্রীর দাবি, এই সংশোধনীর মাধ্যমে ভুয়ো ভোটে রাশ টানা সম্ভব হবে। এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আসবে বলে দাবি করেন তিনি। 

যদিও কংগ্রেস-সহ বিরোধী দলগুলি দাবি করতে থাকে, সেই সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রীর বক্তব্য, বিরোধীরা যে অভিযোগ করছেন, তা পুরোপুরি ভিত্তিহীন। এই আবহে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির সংসদীয় দলের সভায় নির্বাচনী আইন (সংশোধনী) বিলের প্রয়োজনীয়তার বিষয়ে দলীয় সাংসদদের বোঝান কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। পরে সেটি সংসদের উচ্চকক্ষে পাশ হয় বিলটি।

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন রাজনৈতিক পরিচয়ে এলে ঢুকতে দেব না, BJP-সিপিএমের আশায় পড়ল জল, এবার রাজভবন অভিযান তৃতীয় দিনের শেষে রঞ্জিতে চালকের আসনে বাংলা, দুরন্ত ব্যাটিং সুদীপ-অভিমন্যুর মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী? গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.