বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌বর্তমানের নেতা, দল এবং জোট বিজেপিকে হারাতে পারবে না’‌, সূত্র প্রশান্ত কিশোরের

‘‌বর্তমানের নেতা, দল এবং জোট বিজেপিকে হারাতে পারবে না’‌, সূত্র প্রশান্ত কিশোরের

প্রশান্ত কিশোর। ফাইল ছবি

কেন্দ্রের শাসকদলকে হারাতে গেলে বিরোধী দলগুলির সম্মিলিত সামাজিক ভিত আরও অনেকটা প্রসারিত করা প্রয়োজন বলে তাঁর মত।

আগামী লোকসভা নির্বাচনে যদি বিরোধীদের ঐক্যবদ্ধ জোট হয় তাহলে বিজেপিকে হারানো অসম্ভব নয়। সম্প্রতি এই মন্তব্য করেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে তখন তাঁর আরও একটি মন্তব্য চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন যে সব বিরোধী দল এবং রাজনৈতিক জোট রয়েছে, তাদের দ্বারা সেটা সম্ভব নাও হতে পারে বলে মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। কেন্দ্রের শাসকদলকে হারাতে গেলে বিরোধী দলগুলির সম্মিলিত সামাজিক ভিত আরও অনেকটা প্রসারিত করা প্রয়োজন বলে তাঁর মত।

ঠিক কী বলেছেন প্রশান্ত কিশোর?‌ একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরের এই মন্তব্য ঝড় তুলেছে। মঙ্গলবার ভোটকুশলী বলেন, ‘‌২০২৪ সালে বিজেপিকে কি হারানো সম্ভব? আমি এর উত্তরে জোর গলায় বলতে চাই, অবশ্যই সম্ভব। কিন্তু বর্তমানের নেতা, দল এবং তাদের যা জোট রয়েছে, তারা কি পারবে বিজেপি-কে হটাতে? সম্ভবত না।’‌ কিন্তু কেন এমন মন্তব্য করলেন?‌ এই বিষয়ে একটি উদাহরণ তুলে প্রশান্ত কিশোর বলেন, ‘২০১২ সালে উত্তরপ্রদেশের নির্বাচনে জয়ী হয় এসপি। কিন্তু তা সত্ত্বেও ২০১৪ সালের লোকসভা জিতে নেয় বিজেপি।‌’‌

এখন কেন্দ্রের ক্ষমতা থেকে সব দলই এখন বিজেপিকে সরাতে চায়। তাহলে এখনকার নেতা, দল এবং তাদের যা জোট রয়েছে সেটা দিয়ে সম্ভব হবে না কেন?‌ এই বিষযে ভোটকুশলীর মত, বিজেপিকে পরাজিত করার জন্য যিনি বা যাঁরাই চেষ্টা করুন—তাঁর বা তাঁদের পাঁচ থেকে দশ বছরের কাজ এবং চিন্তাভাবনা থাকতে হবে। তাছাড়া অবিজেপি দলগুলির মোট লোকসভা আসন সংখ্যা ২০০টি। বিজেপি এই আসনগুলি ছেড়ে দিয়ে বাকি সাড়ে ৩০০ আসন ধরে রাখতে চাইবে। সেখানে ভাগ বসাতে গেলে সমস্ত বিরোধী শক্তির সম্মিলিত যে সামাজিক ভিত্তি তা অনেকটাই বাড়াতে হবে।

জাতীয় রাজনীতিতে এখন প্রাসঙ্গিক হয়ে উঠছে তৃণমূল কংগ্রেস। গোয়া, মেঘালয়, ত্রিপুরা এবং হরিয়ানা রাজ্যে সংগঠন মজবুত করছে তারা। সেখানে প্রশান্ত কিশোরের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তাই পিকে’‌র সূত্র—বিরোধীদের সম্মিলিত চওড়া সামাজিক ভিতই হতে পারে বিজেপিকে হারনোর অস্ত্র।

ঘরে বাইরে খবর

Latest News

মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.