২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পরে ডোনাল্ড ট্রাম্পকে সোশ্যল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার (বর্তমান এক্স) থেকে বহিষ্কার করা হয়েছিল। নির্বাচন নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এক্স-এর বদলে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প - 'ট্রুথ সোশ্যাল'। তবে এরপর টুইটার কিনে সেটির নাম এক্স নাম রাখেন মাস্ক। জানিয়ে দেন, ট্রাম্প ইচ্ছে করলেই এক্স-এ ফিরতে পারেন। তবে এতদিন ট্রাম্প এক্স-এ ফেরেননি। অবশেষে গতকাল এক্স-এ ট্রাম্পের একটি সাক্ষাৎকার নেন মাস্ক। যদিও প্রাথমিক ভাবে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি সেই সাক্ষাৎকার। আধা ঘণ্টার বেশি সময় পরে হাজির হন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। জানা যায়, এক্স প্ল্যাটফর্মে ডি-ডস সাইবার হামলা হয়। (আরও পড়ুন: 'দেশটা কারও বাপের না', চতুর্থ দিন রাস্তা 'দখল', বাংলাদেশে গর্জন বাড়ছে হিন্দুদের)
আরও পড়ুন: 'স'-তে আটকে কাঁটা, আরজি কর কাণ্ডে তির এবার 'ভিতরের ৪ জনের' দিকে, নাম ঘিরে তরজা
এদিকে এদিনের সাক্ষৎকারে তাঁর ওপর প্রাণঘাতী হামলার বিষয়টি তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে প্রাক্তন মার্কিন রা্ট্রপতি বলেন, 'সে দিন একটু এ দিক ও দিক হলেই অন্য কিছু হতে পারত।' এই নিয়ে ট্রাম্প বলেন, 'আমি বুঝতে পেরেছিলাম, বুলেট আমার দিকে ছুটে এসে কান স্পর্শ করে বেরিয়ে গিয়েছে। তার পর মাথা নিচু করে বসে পড়ার পর অনুভব করি, মাথার উপর দিয়েও বেরিয়ে গিয়েছে একটা বুলেট। কোনও কারণে একটু এ দিক, ও দিক হলেই অন্য কিছু হতে পারত। আমি এখন ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করেছি।' ট্রাম্প দাবি করেন, তিনি তাঁর অভিভাবসন নীতির জন্যেই হামলার শিকার হয়েছিলেন।
এদিকে মাস্ককে দেওয়া সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন নিয়ে ঠাট্টা করতে শোনা যায় ট্রাম্পকে। সমুদ্রের স্তর বৃদ্ধি নিয়ে ট্রাম্প বলেন, 'আরও বেশি সমুদ্রমুখী প্রপার্টি পাওয়া যাবে'। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে ট্রাম্পের উপদেষ্টা পরিষদ থেকে মাস্ক সরে দাঁড়িয়েছিলেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে মনোমালিন্যের কারণেই। সেই সময় প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে এসেছিল। তবে বর্তমানে ট্রামপের এই ঠাট্টার কোনও জবাব দেননি মাস্ক। উল্লেখ্য, মাস্ক কথা কথা দাবি করেন, টেসলার উদ্ভাবন তিনি করেন বিশ্ব জলবায়ু রক্ষার্থে। তবে এই সাক্ষাৎকারে ট্রাম্পকে জলবায়ু ইস্যুতে মাস্ক চাপে না ফেলায় বর্তমানে এই নিয়ে তাঁর অবস্থান নিয়ে ধন্দ তৈরি হয়েছে।