বাংলা নিউজ > ঘরে বাইরে > ইরানে প্রতিবাদীদের পাশে ইলন মাস্ক, সরকারি নিষেধ সত্ত্বেও চালু করবেন ইন্টারনেট

ইরানে প্রতিবাদীদের পাশে ইলন মাস্ক, সরকারি নিষেধ সত্ত্বেও চালু করবেন ইন্টারনেট

ছবি সূত্র: ডয়চে ভেলে (Deutsche Welle)

Elon Musk Activating Starlink in Iran: ইলন মাস্ক বলেন, স্পেসএক্স স্টারলিঙ্ক সক্রিয়করণের মাধ্যমে নিজেদের সাধ্য মতো ইরানবাসীর পাশে দাঁড়াবেন। তাঁর টুইটের রিপ্লাইতেই ছোট্ট করে লেখেন, 'অ্যাক্টিভেটিং স্টারলিঙ্ক...'

টালমাটাল ইরান। দেশজুড়ে মাহসা আমিনির মৃত্যু ঘিরে বিক্ষোভ, আন্দোলন। উত্তেজনা ছড়ানো কমাতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সরকার। আর তারই মধ্যে ইরানে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, স্টারলিঙ্ক চালু করতে চলেছেন ইলন মাস্ক। শুক্রবার এমনটাই জানালেন বিশ্বের ধনীতম ব্যক্তি।

'অনুপযুক্ত পোশাক'

ঘটনার সূত্রপাত পুলিশি হেফাজতে থাকা মাশা আমিনির সন্দেহজনক মৃত্যুর পর। হিজাব না পরার জন্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মাশা(জানতে ক্লিক করুন)। ইরানের ড্রেস কোড বা পোশাকবিধি অনুসারে মেয়েদের মাথা ঢাকা বা হিজাব পরা বাধ্যতামূলক। মাশা তা পরেননি। তাই তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে পুলিশি হেফাজতে তাঁর সন্দেহজনক মৃত্যু হয়। যদিও পুলিশ দাবি করে, হৃদরোগে আক্রান্ত হয়ে গত হয়েছেন মাশা।

মাশা আমিনির মৃত্যুর পরেই ইরান জুড়ে চলতি সপ্তাহে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আন্তর্জাতিক নিন্দার মুখে কোনঠাসা ইরান। এদিকে দেশে বিক্ষোভকারীদের মধ্যে তথ্যের আদান প্রদান, ইরানের ধর্মান্ধতাকে বিশ্বের কাছে তুলে ধরায় চাপে পড়ে যায় সরকার। 

প্রতিবাদীদের মধ্যে যোগাযোগ বন্ধ করার জন্য ইরানে ইন্টারনেট ব্যবহারের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সরকারবিরোধী বিক্ষোভে সামিল হয়ে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। অসলোর ইরান হিউম্যান রাইটস নামক মানবাধিকার সংগঠন এমনটাই জানিয়েছে এএফপিকে।

আর সেখানেই ইন্টারনেট চালু করে কার্যত প্রতিবাদে সাহায্য করতে চলেছেন ইলন মাস্ক।

সোমবার ইলন মাস্ক জানান, তাঁর সংস্থা ইরানে স্টারলিঙ্ক স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করতে চায়। নিষেধাজ্ঞার ব্যতিক্রম চাইবে তারা।

ইরানের পরিস্থিতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে ইন্টারনেটের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখতে পদক্ষেপ নিয়েছে। সেই প্রেক্ষিতেই ইলন মাস্ক বলেন, স্পেসএক্স স্টারলিঙ্ক সক্রিয়করণের মাধ্যমে নিজেদের সাধ্য মতো ইরানবাসীর পাশে দাঁড়াবেন। তাঁর টুইটের রিপ্লাইতেই ছোট্ট করে লেখেন, 'অ্যাক্টিভেটিং স্টারলিঙ্ক...'

ছবি: টুইটার
ছবি: টুইটার (Twitter)

এক্ষেত্রে উল্লেখ্য, স্টারলিঙ্কের সংযোগ পেতে রিসিভার ডিশ প্রয়োজন। ফলে ইরানে সেই রিসিভার ডিশ পাঠাতে হবে স্টারলিঙ্ককে। সেটি করতে গিয়ে যদি ইরান সরকার তা আটকে দেয়, সেক্ষেত্রে এই পরিকল্পনা কার্যকর হবে না।

তবে ইন্টারনেটের মাধ্যমে সামাজিক সহায়তা এই প্রথম নয়। এর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময়েও রুশ বাহিনী ইন্টারনেট সংযোগ ছিন্ন করে দিচ্ছিল বলে অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের স্বার্থে সেখানে স্টারলিঙ্ক পরিষেবা চালু করে দেন ইলন মাস্ক। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে রিসিভার ডিশও সরবরাহ করেন তাঁরা।

বন্ধ করুন