ভারতে গতকাল প্রকাশিত হল দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। এর মধ্যে একটি রাজ্য ছিল মহারাষ্ট্র। কয়েক মাস আগেই লোকসভায় এই রাজ্যে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি নেতৃত্বাধীন জোট। তবে বিধানসভা নির্বাচনে হিসেব পুরো উলটে গিয়েছে। এই আবহে ফের একবার ইভিএম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন বিরোধীদের একাংশ। আর সেই দিনই ভারতের নির্বাচনী প্রক্রিয়ার 'প্রশংসা' করে পোস্ট করলেন ইলন মাস্ক। কয়েক মাস আগেই দেশে লোকসভা ভোটের ফলাফল গণনা হয়। সেই সময় একদিনে দেশে গণনা হয়েছিল ৬৪ কোটি ভোটের। সেই সংক্রান্ত একটি রিপোর্টের পোস্ট রিটুইট করে নিজের দেশের ভোট গণনা প্রক্রিয়াকে কটাক্ষ করলেন ইলন মাস্ক। (আরও পড়ুন: আমাদের কোনও পোর্টফোলিও সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই: আদানি গ্রুপের CFO)
আরও পড়ুন: কলকাতা মেট্রোর টিকিট নিয়ে চালু নয়া 'নিয়ম', সমস্যায় বহু যাত্রী
পপুলিজম ইজ ডেমোক্রেসি নামক একটি এক্স হ্যান্ডেল 'নিউজউইক'-এর এক প্রতিবেদনের স্ক্রিনশট পোস্ট করে। গত ৪ জুন তারিখের সেই প্রতিবেদনে লেখা, 'ভারতে একদিনে ৬৪ কোটি ভোটের গণনা হল'। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'ভারতে, যেখানে নির্বাচনের আসল লক্ষ্য চিটিং করা নয়।' আর 'পপুলিজম ইজ ডেমোক্রেসি'র সেই পোস্ট রিটুইট করে ইলন মাস্ক লিখলেন, 'ভারত একদিনে ৬৪ কোটি ভোট গণনা করতে পারে। আর ক্যালিফোর্নিয়া এখনও ভোট গণনা করেই চলেছে।' উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচন। সেদিনই মার্কিন সংবাদমাধ্যম ফলাফল ঘোষণা করে দেয়। তবে সরকারি ভাবে চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ ফল এখনও সেখানে প্রকাশ করা হয়নি। এই আবহে কার্যত ভারতের ইভিএম ভোট গণনা নিয়ে 'প্রশংসা' করলেন মাস্ক। যদিও কয়েক মাস আগেই এই ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন মাস্ক। (আরও পড়ুন: বাড়তে চলেছে লেন, মেট্রোপলিটানে আরও চওড়া হবে ইএম বাইপাস সড়ক)
আরও পড়ুন: আদানির বাড়িতে তলব নোটিশ মার্কিন SEC-র, ঘুষ কাণ্ডে এবার কী করবেন গৌতম?
আরও পড়ুন: মিটবে বকেয়া ডিএ-র 'জ্বালা', শীঘ্রই ১৮৬% 'লাভ' হবে সরকারি কর্মীদের?
গত জুন মাসেই ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে নিজের সন্দেহ প্রকাশ করে তা বাতিলের দাবি জানিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। সেই সময় সোশ্যাল মিডিয়া পোস্টে ইলন মাস্ক লিখেছিলেন, 'ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিল করে দেওয়া উচিত। মানুষ বা এআই দ্বারা ইভিএম হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম। তাও তা হলেও হতে পারে। এই সম্ভাবনা অনেকটাই বেশি।' সেই সময় আমেরিকার নির্দল প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র একটি পোস্ট করে পুয়ের্তো রিকোর নির্বাচনে ইভিএম বিভ্রাটের কথা উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন, 'অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, পুয়ের্তো রিকোর প্রাথমিক নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কিত শত শত ভোটিং অনিয়ম ঘটেছে। ভাগ্যক্রমে, এই ক্ষেত্রে পেপার ট্রেল ছিল তাই সমস্যাটি চিহ্নিত করা হয়েছিল এবং ভোটের সংখ্যা সংশোধন করা হয়েছিল। তবে যেখানে পেপার ট্রেল নেই, সেখানে কী হয়? মার্কিন নাগরিকদের নিশ্চিত হতে হবে যে তাদের প্রতিটি ভোট গণনা করা হয়েছে এবং তাদের নির্বাচন হ্যাক করা যায় না। নির্বাচনে ইলেকট্রনিক হস্তক্ষেপ এড়াতে আমাদের কাগজের ব্যালটে ফিরে আসতে হবে। আমার প্রশাসনের কাগজের ব্যালট কার্যকর হবে। এবং আমরা সৎ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেব।' এই পোস্টের পরিপ্রেক্ষিতেই ইভিএম বাতিলের দাবি করেছিলেন ইলন মাস্কও। তবে এবার নিজের দেশের তুলনায় ভারতের ইভিএম ভোট গণনার 'প্রশংসা' করলেন মাস্ক।