একদা ডেমোক্র্যাট ইলন মাস্ক বিগত বেশ কয়েকদিন ধরেই ময়দানে নেমে রিপাবলিকানদের হয়েই প্রচার করেছেন। এমনকী ট্রাম্পের জন্যে জলের মতো টাকাও ঢেলেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি। আর আজ ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতেই নিজের একটা 'মিম' পোস্ট করলে ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইলন মাস্ক একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি বেসিন হাতে হোয়াইট হাউজের ওভাল অফিসে আছেন। উল্লেখ্য, যখন ইলন মাস্ক টুইটার কিনেছিলেন, তখন এভাবে বেসিন হাতে টুইটারের অফিসে ঘুরতে দেখা গিয়েছিল তাঁকে। (আরও পড়ুন: প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট… ট্রাম্পের গৌরবময় দিনে ফিরে দেখুন তাঁর লজ্জার ইতিহাস)
আরও পড়ুন: ১৩২ বছর পর ফের এমন ঘটনা, আমেরিকার ইতিহাসে দ্বিতীয় 'বাজিগর' হচ্ছেন ট্রাম্প
এদিকে ট্রাম্পের পক্ষে ফলাফল আসতে শুরু করতেই ট্রাম্প এক্স-এ পোস্ট করে লেখেন, 'আমেরিকা হল নির্মাণকারীদের দেশ। আর শীঘ্রই ফের আমরা স্বাধীন ভাবে নির্মাণ কাজ শুরু করতে পারব।' অপর একটি পোস্টে মাস্ক লেখেন, 'আমেরিকার মানুষজন ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক ব্যবধানে জিতিয়েছিন।' এদিকে ট্রাম্পের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে অন্য এক পোস্টে ট্রাম্প লেখেন, 'আমেরিকার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।' এদিকে অপর এক পোস্টে মাস্ক লেখেন, 'গেম সেট ম্যাচ'। উল্লেখ্য, গত মার্কিন নির্বাচনের পরে ট্রাম্পকে তৎকালীন টুইটার থেকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে ইলন মাস্ক টুইটার কিনে নেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম থেকে লোগো বদলে দেন। এদিকে ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন মাস্ক।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫০ প্রদেশের মধ্যে বেশির ভাগই ট্রাম্পের রিপাবলিকানদের দখলে। জানা গিয়েছে, মোন্টানা, ইডাহো, উটাহ, উওমিং, নর্থ এবং সাউথ ডাকাটো, নেব্রাস্কা, কানসাস, ওকলাহোমা, টেক্সাস, মিসৌরি, আইওয়া, আরকানসাস, লুইজ়িয়ানা, মিসিসিপি, টেনেসি, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহিয়ো, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, আলাবামা, জর্জিয়া, উইসকনসিনস পেনসিলভেনিয়া। এদিকে ট্রাম্প এগিয়ে নেভাডা, অ্যারিজোনা, আলাস্কা, মিশিগানে। এদিকে মোট প্রাপ্ত ভোটের নিরিখেও কমলা হ্যারিসের থেকে অনেকটাই এগিয়ে তিনি।
উল্লেখ্য, গত নির্বাচনে হারার পর এবারও ফের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন, সাম্প্রতিক ইতিহাসে আমেরিকায় এমনটা দেখা যায়নি। শেষবারের মতো রিচার্ড নিক্সন এমনটা করেছিলেন। তবে লাগাতার তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জেতা দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এই কীর্তি শেষ এবং একমাত্রবার হয়েছিল ১৮৯২ সালে।