আবারও আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্টও ছিলেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিয়েছেন ট্রাম্প। ধনকুবের থেকে শুরু করে বিদেশী কূটনীতিবিদ এবং সিইওরা শপথে উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পরেই ট্রাম্প তাঁর সরকার ও আমেরিকা নিয়ে অনেক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এর মধ্যে একটি হচ্ছে মঙ্গলে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা। শপথ নেওয়ার সময় বক্তৃতায় ট্রাম্প এই কথা বললেই ক্যামেরা সরাসরি যায় এলন মাস্কের কাছে। রাষ্ট্রপতির এই কথা শুনে তিনি যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।
আরও পড়ুন: সপ্তম চেষ্টাতেও কেন ভেঙে পড়ে স্টারশিপ? স্পেসএক্স রকেটের 'রোগ' ধরলেন মাস্ক
ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, আমেরিকা যাবে তারাদের দেশে। মহাকাশচারীদের মঙ্গল গ্রহে পাঠানো হবে। ট্রাম্পের এই বক্তৃতার পরেই ক্যামেরাটি সরাসরি এলন মাস্কের দিকে চলে যায়। উল্লেখ্য, তিনি তাঁর প্রোটোটাইপ রকেট স্টারশিপের সাহায্যে মঙ্গলে মানব বসতি স্থাপনের লক্ষ্য নিয়েছিলেন। ফলে স্বভাবতই ট্রাম্পের ঘোষণা শুনে উৎসাহিত হতে দেখা যায় এলন মাস্ককে। তিনি দুটি ‘থাম্বস আপ’ এবং হাততালি দিয়ে ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করেন। আর তাঁর মুখে ছিল হাসি। বিশিষ্ট মহলের মতে, এই প্রতিক্রিয়া থেকে মনে হচ্ছে ট্রাম্প যা কিছু পরিকল্পনা করছেন বা বলবেন তার জন্য মাস্ক প্রস্তুত। এরপরই মাস্ক তাঁর এক্স হ্যান্ডেলে এই প্রতিক্রিয়ার ভিডিয়ো ক্লিপটিও শেয়ার করেছেন। ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমেরিকা মঙ্গল গ্রহে যাচ্ছে।’ রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও কয়েক ঘণ্টা আগে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। তাতে লেখা হয়, ‘আমেরিকা ফিরে এসেছে ডোনাল্ড জে. ট্রাম্প পুনরায় রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে। এটি সত্যিই আমেরিকার স্বর্ণযুগ হবে।’
গত বছরের নভেম্বরে যখন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন তখন তিনি মাস্কের মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিলেন। বিশিষ্ট মহলের ধারণা, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে মাস্কের মঙ্গলে মানুষ পরিবহনের স্বপ্ন একটি বড় জাতীয় অগ্রাধিকারে পরিণত হবে। আশা করা হচ্ছে যে ট্রাম্পের অধীনে লাল গ্রহের উপর আরও বেশি মনোযোগ দেওয়া হবে।