বিশেষজ্ঞরা মনে করছেন ইলেকট্রিক গাড়ি, মহাকাশ অভিযানের ব্যবসার থেকেও বর্তমানে সোশ্যাল মিডিয়া(টুইটার)-তেই বেশি মনযোগী ইলন মাস্ক। এই আশঙ্কা জাঁকিয়ে বসেছে বিনিয়োগকারীদের মনে। সেই কারণে টেসলার মতো সংস্থার শেয়ার বেচে দিচ্ছেন তাঁরা। কমছে স্টকের দর।
1/5ইলন মাস্কের দখল থেকে বেরিয়ে গেল বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান। তাঁর বদলে সেই শিরোপা পরলেন লুই ভিটনের কর্তা বার্নার্ড আরনল্ট। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5 ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী বর্তমানে ইলন মাস্কের নেট ওয়ার্থ প্রায় ১৩.৫৫ লক্ষ কোটি টাকা(১৬৪ বিলিয়ন ডলার)। অন্যদিকে বার্নার্ড আর্নল্টের নেট ওয়ার্থ ১৪.১২ লক্ষ কোটি টাকা(১৭১ বিলিয়ন মার্কিন ডলার)। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5বিশেষজ্ঞরা মনে করছেন ইলেকট্রিক গাড়ি, মহাকাশ অভিযানের ব্যবসার থেকেও বর্তমানে সোশ্যাল মিডিয়া(টুইটার)-তেই বেশি মনযোগী ইলন মাস্ক। এই আশঙ্কা জাঁকিয়ে বসেছে বিনিয়োগকারীদের মনে। সেই কারণে টেসলার মতো সংস্থার শেয়ার বেচে দিচ্ছেন তাঁরা। কমছে স্টকের দর। সেই কারণেই ইলন মাস্কের নেট ওয়ার্থে এত বেশি পতন। তাঁর স্থানটি দখল করে নিয়েছেন বিশ্বের অন্যতম বড় বিলাসবহুল ফ্যাশান সংস্থার মালিক। ফাইল ছবি: এপি (Reuters)
5/5এদিকে তিন নম্বরেই রয়েছেন গৌতম আদানি। তাঁর মোট সম্পদ ১০.৩২ লক্ষ কোটি টাকা(১২৫ বিলিয়ন ডলার)। চলতি বছর বিশ্বের দশ ধনীতমের সিংহভাগের সম্পদ কমেছে। কিন্তু গৌতম আদানির নেট ওয়ার্থ বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের ধারণা, এই হারে বাড়তে থাকলে আগামী বছর বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান দখল করতে পারেন গৌতম আদানি। সেক্ষেত্রে এই প্রথম কোনও ভারতীয় এই শীর্ষ স্থানে পৌঁছাবেন। ফাইল ছবি: ব্লুমবার্গ (Reuters)