বাংলা নিউজ > ঘরে বাইরে > বিশ্বের সবচেয়ে ধনীর তকমা হারালেন ইলন মাস্ক! শীর্ষে লুই ভিটন কর্তা

বিশ্বের সবচেয়ে ধনীর তকমা হারালেন ইলন মাস্ক! শীর্ষে লুই ভিটন কর্তা

বিশেষজ্ঞরা মনে করছেন ইলেকট্রিক গাড়ি, মহাকাশ অভিযানের ব্যবসার থেকেও বর্তমানে সোশ্যাল মিডিয়া(টুইটার)-তেই বেশি মনযোগী ইলন মাস্ক। এই আশঙ্কা জাঁকিয়ে বসেছে বিনিয়োগকারীদের মনে। সেই কারণে টেসলার মতো সংস্থার শেয়ার বেচে দিচ্ছেন তাঁরা। কমছে স্টকের দর।