বাংলা নিউজ > ঘরে বাইরে > Elon Musk on twitter: মুড়ি-মুড়কির মতো ছাঁটাই করে টুইটার চালাতে 'নেতা'-র খোঁজে ইলন মাস্ক

Elon Musk on twitter: মুড়ি-মুড়কির মতো ছাঁটাই করে টুইটার চালাতে 'নেতা'-র খোঁজে ইলন মাস্ক

ইলন মাস্ক। (ফাইল ছবি) (REUTERS)

ইলন মাস্কের কথায়, টুইটার কিনে নেওয়ার পর প্রাথমকিভাবে যা যা করার প্রয়োজন ছিল, সে সবকিছুই করা হয়েছে। বিপুল পরিমাণ ছাঁটাইও করেছেন।

একধার থেকে ছাঁটাই করে নতুন ‘নেতার’ খোঁজ করছেন টুইটারের মালিক। বিশ্বজুড়ে টুইটারের সমস্ত কাজকর্ম দেখাশোনার জন্য দক্ষ নেতার খোঁজ করছেন। সম্প্রতি টেসলা সংক্রান্ত একটি মামলায় আদালতে একথা জানিয়েছেন মাস্ক।

মাস্কের কথায়, টুইটার কিনে নেওয়ার পর প্রাথমকিভাবে যা যা করার প্রয়োজন ছিল, সে সবকিছুই করা হয়েছে। বিপুল পরিমাণ ছাঁটাইও করেছেন। মাস্ক এখন এমন কাউকে চান যাঁরা বিশ্বজুড়ে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দেখভাল করবেন।

উল্লেখ্য, অক্টোবরে আনুষ্ঠানিকভাবে টুইটারের হস্তান্তর হয়। এরপর দুই সপ্তাহের মধ্যে ছাঁটাই করা হয় প্রচুর কর্মচারীকে। শুধু নীচুতলার কর্মচারী নয়, টুইটারের উচ্চপদস্থ কর্তাদেরও ছাঁটাই করা হয়। টুইটারের সিইও পরাগ আগরওয়াল ও লিগাল পলিসি হেড বিজয়া গাড্ডেকে প্রথম ভাগেই সরিয়ে দেওয়া হয়।

বর্তমানে ইলনের দাবি, শুধুমাত্র কর্মঠ ও পারদর্শী কর্মচারীদের নিয়েই চলবে টুইটার। এটি নিশ্চিত করতে কর্মচারীদের মেলও করেছেন মাস্ক। মেলে বলা হয়েছে, টুইটারের কর্মচারী হিসেবে থাকতে হলে একনিষ্ঠ পরিশ্রম করতে হবে নয়তো ছেড়ে দিতে হবে সংস্থার পদ।

ইলনের মতে, ভবিষ্যতে ইঞ্জিনিয়াররাই টুইটারে মুখ্য ভূমিকা পালন করবেন। দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে টুইটারের এখন প্রচুর আয় দরকার। ওয়াশিংটন পোস্টের খবরের রিপোর্ট অনুযায়ী, মেল মারফত টুইটার কর্মচারীরা দুটি বিকল্প পেয়েছেন। একটি হল পদত্যাগপত্র দিয়ে তিনমাসের টাকা নিয়ে অফিস ছাড়া। অন্যটি হল একনিষ্ঠ পরিশ্রমের মাধ্যমে টুইটারকে সফলতার দিকে এগিয়ে যাওয়া‌। যে কোনও একটি বিকল্প বেছে নেওয়ার জন্য কর্মীদের অনুসারে নির্দিষ্ট সময় বেছে দেওয়া হয়।

বন্ধ করুন