বাংলা নিউজ > ঘরে বাইরে > রাত্রিকালীন বাসে ডাকাতি রুখতে পদক্ষেপ ঢাকা পুলিশের, বাসে থাকবে এমার্জেন্সি বটন

রাত্রিকালীন বাসে ডাকাতি রুখতে পদক্ষেপ ঢাকা পুলিশের, বাসে থাকবে এমার্জেন্সি বটন

রাত্রিকালীন বাসে ডাকাতি রুখতে পদক্ষেপ ঢাকা পুলিশের, বাসে থাকবে এমার্জেন্সি বটন। প্রতীকী ছবি সৌজন্যে  ফেসবুক।

বাসে চুরি-ডাকাতি বা কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে ওই বাটন টিপলে সেই বার্তা সরাসরি পুলিশ, বাস মালিকদের পৌঁছে যাবে।

সম্প্রতি বাংলাদেশের ঢাকা শহরে রাত্রিকালীন বাসে চুরির ঘটনা বাড়ছে। যা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনের। তাই রাত্রিকালীন বাসে নিরাপত্তা বাড়াতে তৎপর হয়েছে বাংলাদেশ প্রশাসন। রাত্রিকালীন বাসে এমার্জেন্সি বটন চালু করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দ্রুতই বাসে এই নিরাপত্তা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

ঢাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসে চুরি-ডাকাতি বা কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে ওই বাটন টিপলে সেই বার্তা সরাসরি পুলিশ, বাস মালিকদের পৌঁছে যাবে। ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, 'প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হবে তারপরে মহাসড়কের রাস্তায় চলা বাসগুলোতে এই ব্যবস্থা চালু করা হবে। এর ফলে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।'

ঢাকায় একের পর এক বাসে ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে বাসে শুধু ডাকাতির ঘটনায় ঘটেনি, কিছুদিন আগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগও উঠেছিল। সেই ঘটনাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছে। তারপরেই রাত্রিকালীন বাসে নিরাপত্তা ব্যবস্থা করতে তৎপর হয়েছে পুলিশ। তবে সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস কর্তৃপক্ষও তাদের নিজেদের খরচে এই ব্যবস্থা চালু করতে পারলে ঢাকা পুলিশের তরফে জানানো হয়েছে।

বন্ধ করুন