SBI Loan Rate: এক বছরের মেয়াদের MCLR-এর মাধ্যমে সাধারণত গৃহ, গাড়ি এবং ব্যক্তিগত ঋণের সুদের হার নির্ধারিত হয়। দুই বছর এবং তিন বছরের MCLR (৮.১৫% এবং ৮.২৫%) ১০ বেসিস পয়েন্ট করে বাড়িয়ে যথাক্রমে ৮.২৫% এবং ৮.৩৫% করা হয়েছে।
1/5MCLR প্রায় ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে ঋণের ইএমআই-এর বোঝা আগের তুলনায় বৃদ্ধি পাবে। গত সপ্তাহে ১৫ নভেম্বর থেকে এই সংশোধিত সুদের হার প্রযোজ্য হবে। ফাইল ছবি: রয়টার্স
2/5ওভারনাইট MCLR-এর হার ৭.৬০% রয়েছে। ফলে সেটি আপাতত অপরিবর্তিতই রয়েছে। এক বছরের MCLR ১০ bps বাড়িয়ে ৮.০৫% করা হয়েছে। এটি আগে ৭.৯৫% ছিল। ফাইল ছবি : মিন্ট
3/5এক বছরের মেয়াদের MCLR-এর মাধ্যমে সাধারণত গৃহ, গাড়ি এবং ব্যক্তিগত ঋণের সুদের হার নির্ধারিত হয়। দুই বছর এবং তিন বছরের MCLR (৮.১৫% এবং ৮.২৫%) ১০ বেসিস পয়েন্ট করে বাড়িয়ে যথাক্রমে ৮.২৫% এবং ৮.৩৫% করা হয়েছে। (ছবি সৌজন্য রয়টার্স)
4/5ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে MCLR হল, সেই সর্বনিম্ন হার, যাতে কোনও ব্যাঙ্ক তার গ্রাহকদের ঋণ দিতে পারে। গত ১ মাসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার ৬.৬২% বেড়েছে। ফাইল ছবি : ব্লুমবার্গ
5/5এখন সাইবার জালিয়াতি ক্রমশ বাড়ছে। সেই পরিস্থিতিতে গ্রাহকদের জালিয়াতি থেকে রক্ষা করতে নয়া সুরক্ষা ব্যবস্থা চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)