SBI Loan Rate: বাড়তে পারে EMI-এর ধাক্কা! MCLR বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
Updated: 21 Nov 2022, 02:26 PM ISTSBI Loan Rate: এক বছরের মেয়াদের MCLR-এর মাধ্যমে সাধারণত গৃহ, গাড়ি এবং ব্যক্তিগত ঋণের সুদের হার নির্ধারিত হয়। দুই বছর এবং তিন বছরের MCLR (৮.১৫% এবং ৮.২৫%) ১০ বেসিস পয়েন্ট করে বাড়িয়ে যথাক্রমে ৮.২৫% এবং ৮.৩৫% করা হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি