ঋতেশ মিশ্র
মঙ্গলবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি যৌথ দল অভিযানে নামে। একের পর এক এনকাউন্টার। অন্তত নজন মাওবাদীকে নিকেশ করা হয়েছে বলে খবর। কর্মকর্তারা নিশ্চিত করেছেন গোটা বিষয়টি।
ওই এলাকায় মাওবাদীদের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয়েছিল এই এনকাউন্টার।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, 'এখনও পর্যন্ত নয়জন মাওবাদী নিহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল (এসএলআর), একটি ৩০৩ রাইফেল এবং একটি ৩১৫ বোর রাইফেল সহ প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া সমস্ত জওয়ান সুরক্ষিত রয়েছেন। তল্লাশি অভিযান এখনও চলছে এবং অভিযান শেষ হওয়ার পরে আরও বিশদ জানানো হবে। জানানো হয়েছে বাহিনীর তরফে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত মাসের শেষের দিকে ছত্তিশগড়ের অতিবামপন্থী বিদ্রোহ বিধ্বস্ত রাজ্যগুলির একটি আন্তঃরাজ্য সমন্বয় বৈঠকের সভাপতিত্ব করেছিলেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর থেকে অগস্ট পর্যন্ত ১০৪টি বন্দুক যুদ্ধে ১৪৭ জন মাওবাদী নিহত হয়েছে, ৭২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৬২২ জন আত্মসমর্পণ করেছেন। কেন্দ্রীয় সরকার মাওবাদীদের শক্ত ঘাঁটিগুলিতে গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযানের পাশাপাশি প্রত্যন্ত গ্রামগুলিতে উন্নয়নমূলক কাজ করতে নাগরিক কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য ফরওয়ার্ড অপারেটিং ঘাঁটি (এফওবি) খোলার কাজ ত্বরান্বিত করেছে।
গত বছরের ডিসেম্বর থেকে ৩৩টি এফওবি স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছত্তিশগড়ের সুকমায় চারজন, বিজাপুরে আটজন, দান্তেওয়াড়ায় দুটি, নারায়ণপুরে চারজন, কাঙ্কের ও রাজনন্দগাঁওয়ে একজন করে রয়েছেন।
অগস্টে সরকার সংসদে জানিয়েছিল যে মাওবাদী হিংসার ভৌগোলিক বিস্তার ২০১৩ সালে ১০টি রাজ্যের ১২৬ টি জেলা থেকে ২০২৪ সালে নয়টি রাজ্যের ৩৮ টি জেলায় হ্রাস পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০১০ সাল থেকে মাওবাদী হিংসার ঘটনা ৭৩ শতাংশ কমেছে।