নয়া ইনিংসের জন্য মহম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানানোর মধ্যেই সুকৌশলী বার্তা দিলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ইউনুস শপথগ্রহণের পরেই একেবারে সরাসরি মোদী জানান যে হিন্দু-সহ সংখ্যালঘু মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে তিনি জানান যে বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে বদ্ধপরিকর ভারত। মোদীর কথায়, ‘নয়া দায়িত্বভার গ্রহণের জন্য অধ্যাপক মহম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি যে যত দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে (বাংলাদেশ)। হিন্দু এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আশা করছি। শান্তি, সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে আমাদের দু'দেশের মানুষের যে আকাঙ্খা আছে, তা পূরণ করতে বাংলাদেশের সঙ্গে হাতে হাতে মিলিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভারত।’
প্রথমবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন মোদী
আর সেই বার্তার মধ্যে দিয়েই শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ নিয়ে প্রথমবার সরকারিভাবে মুখ খুললেন মোদী। গত সোমবার প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে হাসিনা যে ভারতে চলে আসেন, তারপর থেকে যে ভারতে রয়েছেন, বাংলাদেশে যে হিন্দু-সহ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে মোদী কোনও মন্তব্য করেননি। বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং তাঁর মন্ত্রকের আধিকারিকরাই বাংলাদেশের বিষয় নিয়ে যা বলার, তা বলছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথের পরে তিনি প্রথমবার মুখ খুললেন।
বাংলাদেশে পরপর ঘটেছে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা
মোদী যে বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন, তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। কারণ গত সোমবার হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা সামনে এসেছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমেও সেইসব খবর উঠে এসেছে। কেউ-কেউ আবার সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বা ভিডিয়ো প্রকাশ করে বা ছবি প্রকাশ করে হামলার অভিযোগ তুলেছেন।
যদিও বাংলাদেশের একটি মহলের তরফে দাবি করা হচ্ছে যে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। মন্দির বা সংখ্যালঘুদের উপাসনালয়ের উপরে যাতে কোনওরকম হামলা না চলে। তবে একাংশের বক্তব্য, আসল বিষয়টি ধামাচাপা দিতে ‘ফোটো-অপ’ করা হচ্ছে।
'নয়া' বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে?
হাসিনার আমলে মোদীর সরকারের 'প্রতিবেশী প্রথম' নীতির অন্যতম ভিত্তি ছিল বাংলাদেশ। প্রতিবেশী দেশে প্রচুর উন্নয়নমূলক প্রকল্পে টাকা ঢেলেছে মোদী সরকার। কিন্তু এখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, তা ইউনুসের পদক্ষেপের উপরে নির্ভর করছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যিনি ভারতের সঙ্গে হাসিনার সম্পর্ক নিয়ে সমালোচনা করেছিলেন।