মালবিকা মুরলী
ভারত ও অন্যান্যদেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের বন্ধন তৈরি করে শিখ কমিউনিটি। শুক্রবার শিখের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় একথা জানালেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গোটা দেশ শিখেদের জন্য কৃতজ্ঞ। স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীনতা পরবর্তী সময়ে তাঁদের ভূমিকায় তাঁদের প্রতি কৃতজ্ঞ গোটা দেশ। তিনি বলেন, ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতের জীবন্ত প্রতিমূর্তি শিখদের ঐতিহ্য।’
মোদী বলেন, 'আমাদের গুরু সাহসিকতা ও সেবাধর্ম শেখান। ভারতবাসী বিশ্বের বিভিন্ন প্রান্তে যান, কোনও সম্পদ ছাড়াই যান ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য পান। এটাই নতুন ভারতের স্পিরিট। নতুন ভারত গোটা বিশ্বে পা ফেলছে। অতিমারির প্রথম পর্যায়ে পুরানো ধ্যান ধারণার মানুষ ভারতকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন। আর এখন তাঁরাই ভারতের উদাহরণ দেন।'
মোদী বলেন, ‘যাঁরা ভারতের বাইরে রয়েছেন তাঁরা মা ভারতীর বার্তা বহনকারী। তিনি বলেন, একটা সময় গুরুদ্বারাতে যাওয়া, সেবা দেওয়া, লঙ্গর পাওয়া, শিখ পরিবারে থাকা আমার জীবনের অংশ ছিল। শিখ গুরুদের পায়ের ছোঁয়া মাঝেমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনে পড়ে। তাঁদের সঙ্গ পাওয়ার সৌভাগ্য আমার হয়।’ পরিবেশ রক্ষায়, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি শিখদের ভূমিকার প্রশংসা করেন। সোনি পিকচার নেটওয়ার্কের সিইও এনপি সিংও এদিন দেখা করেন মোদীর সঙ্গে। তিনি বলেন, তাঁর কথা ভীষণ অনুপ্রেরণা দেয়।