বাংলা নিউজ > ঘরে বাইরে > EPF Nomination Last Date: বাড়ল EPF-এ নমিনি যোগ করার সময়সীমা, কীভাবে সেই কাজ করবেন? দেখে নিন

EPF Nomination Last Date: বাড়ল EPF-এ নমিনি যোগ করার সময়সীমা, কীভাবে সেই কাজ করবেন? দেখে নিন

বছরের শেষ লগ্নে স্বস্তির খবর শোনাল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

কীভাবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে নমিনি যোগ করতে হবে, তা দেখে নিন একনজরে।

বছরের শেষ লগ্নে স্বস্তির খবর শোনাল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। আগামী ৩১ ডিসেম্বরের পরেও ইপিএফও গ্রাহকরা নমিনি যোগ করতে পারবেন। তবে কতদিন সেই সুযোগ মিলবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

বুধবার টুইটারে ইপিএফওয়ের তরফে বলা হয়েছে, '২০২১ সালের ৩১ ডিসেম্বরের পরেও আপনি নমিনেশন জমা দিতে পারেন। তবে আজই ই-নমিনেশন যোগ করে নিন। আপাতত ই-নমিনেশন দাখিল করার কোনও সময়সীমা নির্ধারণ করা হয়নি।' অর্থাৎ কতদিন পর্যন্ত গ্রাহকরা নমিনি যোগ করতে পারবেন, তা নির্দিষ্টভাবে জানায়নি ইপিএফও।

কীভাবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে নমিনি যোগ করতে হবে, তা দেখে নিন একনজরে:

১) এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) অফিসিয়াল অ্যাকাউন্ট www.epfindia.gov.in-তে যান।

২) 'Services'-এ যান। সেখানে 'For Employees' বেছে নিন। তারপর বেছে নিন 'Member UAN/Online Service'।

৩) নিজের 'UAN' এবং 'Password' দিয়ে লগইন করুন। দিতে হবে ক্যাপচাও।

৪) 'Manage' ট্যাবের অধীনে 'E-Nomination'-তে ক্লিক করুন।

৫) স্ক্রিনে 'Provide Details' ট্যাব আসবে। তাতে 'Save' করুন।

৬) ফ্যামিলি ডিক্ল্যারেশনে 'Yes' করুন।

৭) 'Add Family Details'-এ ক্লিক করুন। (একের বেশি নমিনি করা যাবে)।

৮) কোন নমিনি কত শতাংশ টাকা পাবেন, তার জন্য 'Nomination Details'-তে ক্লিক করুন। তারপর 'Save EPF Nomination' করুন।

৯) ওটিপির জন্য 'E-Sign'-এ ক্লিক করুন।

১০) আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে OTP আসবে। যে নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে। তা ‘Submit’ করুন।

বিশেষ দ্রষ্টব্য:

১) ই-নমিনেশনের সময় যে পরিবারের সদস্যকে নমিনি করবেন, তাঁর আধার নম্বর এবং ছবি রাখতে হবে। ছবির সাইজ ১০০ KB-র কম হবে বলে ইপিএফওয়ের তরফে জানানো হয়েছে।

২) যদিও ইপিএফও গ্রাহক বিবাহিত হন, তাহলে তাঁকে স্বামী বা স্ত্রী'র নাম যোগ করতে হবে। সন্তান থাকলে যোগ করতে হবে সন্তানের নামও। কোনও গ্রাহক যদি নমিনি হিসেবে নিজের স্বামী বা স্ত্রী'কে যোগ করতে না চান, তাহলেও সেই কাজ করতে হবে। কারণ পেনশন ফান্ডের জন্য স্বামী বা স্ত্রী এবং সন্তানদের পরিবার হিসেবে চিহ্নিত করা আছে।

৩) যদি কোনও গ্রাহকের বিয়ে না হয় এবং তাঁর পরিবারের কোনও সদস্য না থাকেন, তাহলে তিনি অন্য কাউকে নমিনি করতে পারেন।

৪) পরবর্তীতে নমিনি পালটানো যাবে বলে জানানো হয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.