EPFO interest calculation: ইপিএফ অ্যাকাউন্টে জমা করা টাকার উপর সরকার প্রতি বছর সুদ দেয়। কীভাবে PF অ্যাকাউন্টে সুদের হিসাব করবেন? জেনে রাখুন।
1/6ইপিএফ অ্যাকাউন্টে কত টাকা করে জমা করতে হবে? সুদ কীভাবে হিসাব করব? এই নিয়ে অনেকেই প্রশ্ন করেন। ছবি: রয়টার্স (MINT_PRINT)
2/6প্রতি মাসে ইপিএফ অ্যাকাউন্টে জমা করা টাকার ভিত্তিতে ইপিএফের সুদ গণনা করা হয়। তবে সুদ সেই বছর শেষে প্রয়োগ হয়। ইপিএফও-র নিয়ম অনুসারে, কোনও বছরে যে কোনও সময়ে টাকা তুলে নিলে সেই অর্থবর্ষের শেষ তারিখ অনুযায়ী বকেয়া ব্যালেন্স থেকে ১২ মাসের সুদ কেটে যায়। EPFO সবসময় অ্যাকাউন্ট খোলার এবং বন্ধের সময়ে ব্যালেন্সের উপর সুদ গণনা করে। সুদ গণনা করতে, মাসিক ব্যালেন্স যোগ করা হয়। এরপর সুদের হার ১২০০ দ্বারা ভাগ করা হয়। এবার প্রাপ্ত পরিমাণ দ্বারা তা গুণ করা হয়। ছবি: পিটিআই (MINT_PRINT)
3/6যদি চলতি অর্থবর্ষে কোনও টাকা তোলা হয়, তাহলে সুদের পরিমাণ বছরের শুরু থেকে টাকা তোলার আগের মাস পর্যন্ত গণনা করা হবে। বছরের শেষ ব্যালেন্স হবে= ওপেনিং ব্যালেন্স + মাসিক কিস্তি (ডিপোজিট) – টাকা তোলার পরিমাণ + সুদ। ফাইল ছবি: পিটিআই (MINT_PRINT)
4/6হিসাবটা কেমন? বেসিক বেতন + মহার্ঘ ভাতা (DA) যদি ৩০,০০০ টাকা হয়, সেখানে কর্মচারীর মাসিক ডিপোজিট (৩০,০০০ টাকার ১২%) হবে ৩,৬০০ টাকা৷ EPS-এ অফিসের ডিপোজিট হবে ১,২৫০ টাকা। EPF (৩,৬০০-১,২৫০)-এ নিয়োগকর্তার ডিপোজিট হবে ২,৩৫০ টাকা৷ মোট মাসিক EPF অবদান = ৩,৬০০ + ২,৩৫০ = ৫,৯৫০ টাকা। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
5/6ধরুন এপ্রিল মাসে আপনার ব্যালেন্স ৫,৯৫০ টাকা। এপ্রিলে কোনও সুদ পাননি। এপ্রিলের শেষে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ১১,৯০০ টাকা। সেক্ষেত্রে সেই মাসে আপনি সুদ পাবেন = (৮.৫/১২০০) X ১১,৯০০ = ৮৪.২৯ টাকা। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
6/6প্রতি অর্থবর্ষেই সুদের হার সরকার আগেই ঘোষণা করে দেয়। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)