বাংলা নিউজ > ঘরে বাইরে > লক্ষ্মীপুজোর আগেই লক্ষ্মীলাভের খবর! শীঘ্রই সুদ ঢুকবে ৬ কোটি পিএফ অ্যাকাউন্টে

লক্ষ্মীপুজোর আগেই লক্ষ্মীলাভের খবর! শীঘ্রই সুদ ঢুকবে ৬ কোটি পিএফ অ্যাকাউন্টে

প্রতীকী ছবি

২০২০-২১ অর্থবর্ষের সুদের টাকা শীঘ্রই গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করতে চলেছে ইপিএফও।

পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে শীঘ্রই ঢুকতে চলেছে সুদের টাকা। গত অর্থবর্ষে সুদের টাকা দেরিতে ঢুকেছিল। তবে ২০২০-২১ অর্থবর্ষের সুদের টাকা শীঘ্রই গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করতে চলেছে ইপিএফও। এই সংক্রান্ত প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।

এর আগে আর্থিক বছর ২০১৯-২০ সালে কেওয়াইসি-তে সমস্যা থাকায় সাবস্ক্রাইবার্সদের দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় গ্রাহকদের। তবে ২০২০-২১ আর্থিকবছরের সুদ ঢুকবে সঠিক সময়ে। এই অর্থবর্ষে ইপিএফও-র সুদের হারে কোনও বদল আসেনি। এই অর্থবর্ষেও ৮.৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা। গত ৭ বছরে এটাই সবচেয়ে কম সুদের হার।

এদিকে অ্যাকাউন্টে বর্তমানে কত ব্যালেন্স রয়েছে, তা জানা যাবে একাধিক উপায়ে। ইউএএন-এর সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে EPFOHO UAN ENG লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস করলে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। ইংরেজি ছাড়া এই পরিষেবা পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম ও বাংলা ভাষায় পাওয়া যাবে। সেই ক্ষেত্রে ENG-র স্থানে নির্দিষ্ট ভাষার কোডটি লিখতে হবে।

 রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে মিসডকল দিলেও জানা যাবে ব্যালেন্স। তাছাড়া ইপিএফও-র ওয়েবসাইটে গিয়েও পাসবুক দেখতে পারেন। উমাং অ্যাপ খুলেও ব্যালেন্স চেক করা যাবে।

ঘরে বাইরে খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.