জ্বালানি খরচ কমাতে এবং দূষণ থেকে মুক্তি পেতে বিদ্যুৎ চালিত গাড়ি এবং স্কুটার ব্যবহারের উপর জোর দিচ্ছে সরকার। তবে সম্প্রতি, বেশ কয়েকটি ক্ষেত্রে বিদ্যুৎ চালিত গাড়ির যান্ত্রিক গোলযোগের সমস্যা সামনে এসেছে। বিশেষ করে বিদ্যুৎ চালিত স্কুটারে আগুন ধরার অনেকগুলি ঘটনা ঘটেছে। এই আবহে কড়া পদক্ষএপ করতে চলেছে সরকার।
1/5ভারী শিল্প মন্ত্রণালয় ঘোষণা করেছে যে এটি মানুষের নিরাপত্তা রক্ষার জন্য বৈদ্যুতিক যানবাহনের পরীক্ষার পরামিতি নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে। জানা গিয়েছে, ২০২৩ সাল থেকেই বিদ্যুৎ চালিত গাড়ির পরীক্ষার জন্য ‘আন্তর্জাতিক মান’ প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
2/5উল্লেখ্য, বিগত কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎ চালিত স্কুটারে আগুন ধরার বেশ কয়েকটি ঘটনা ঘটে যায়। বাড়িতে গাড়ি চার্জ হওয়ার সময় আগুন ধরেছে ই-বাইকে। এদিকে নয়ডাতে তো চলন্ত ই-স্কুটারে আগুন ধরে গিয়েছিল।
3/5এই আবহে ভারী শিল্প মন্ত্রণালয় বলেছে, ‘২০২৩ সাল থেকে ইলেক্ট্রিক গাড়ি পরীক্ষার ক্ষেত্রে এমন সব মান থাকবে যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। আন্তর্জাতিক স্তরে যে পরীক্ষাগুলি হয়, সেগুলি করা বাধ্যতামূলক হবে ভারতে।’ সরকারের থেকে ছাড় পেতে এই পরীক্ষাগুলি করা বাধ্যতামূলক হবে।
4/5মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কিছু ইউরোপীয় দেশের পাশাপাশি ভারতেও ইলেক্ট্রিক ভেহিকেলের বিক্রি এবং উৎপাদনে বিপ্লব ঘটেছে। বহু সংস্থা একের পর এক বিদ্যুৎ চালিত দু’চাকা ও চার’চাকার গাড়ি লঞ্চ করছে। তবে এরই মাঝে ক্রমেই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
5/5বিদ্যুৎ চালিত যানবাহনের নিরাপত্তা মান সম্পর্কে উদ্বেগ বাড়তেই সরকার এই নিয়ে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। ইলেকট্রিক গাড়ির নিরাপত্তা মান আরও উন্নত করতে এবার তাই সংস্থাগুলিকে পরীক্ষার মান আন্তর্জাতিক স্তরের করতে বলল কেন্দ্রীয় সরকার।