Evans Electric Multibagger Share: মাত্র ৯৯ টাকায় কেনা শেয়ার। আর সেটাই মাত্র এক মাসের মধ্যে বেড়ে ৩২২ টাকা। আবার তার উপর বোনা। ইভান্স ইলেকট্রিক-এর(Evans Electric Ltd) শেয়ারে কার্যত মালামাল হচ্ছেন বিনিয়োগকারীরা। গত ২ বছরে IPO-র টলমল শেয়ার বাজারে যেন কিছুটা হাসি ফুটছে সকলের মুখে। বিশেষত মাত্র ১-২ মাসে এতটা বিপুল হারে এই শেয়ারের বৃদ্ধি আশা করেননি অনেকেই।
সংস্থার দেওয়া তথ্যানুযায়ী আগামী ১৬ ডিসেম্বর ২০২২-এ তাদের বোর্ড সভা হতে চলেছে। আর তাতে বোনাস শেয়ার দেওয়ার বিষয়ে আলোচনা করা যেতে পারে। সংস্থার শেয়ার শুক্রবার প্রায় ৫% হ্রাস পেয়ে ৩২২.৬৫ টাকায় ক্লোজ হয়েছে। আরও পড়ুন: রেলের এই শেয়ারে টাকা ডবল বিনিয়োগকারীদের! এখনও কিনলে লাভের সম্ভাবনা
২০১৯ সালের IPO
প্রায় বছর তিনেক আগে, ২০১৯ সালের ৩০ এপ্রিল ইভান্স ইলেকট্রিকের শেয়ার বাজারে এসেছিল। আইপিও-র মূল্য ছিল প্রায় ১.৯ কোটি টাকা। শেয়ারের প্রাইস ব্যান্ড ৫২ টাকায় স্থির করা হয়েছিল। এরপর ১৩ মে ২০১৯-এ শেয়ারটি BSE-তে তালিকাভুক্ত হয়েছিল। সেই আইপিও মূল্য থেকে শেয়ারটি এখনও পর্যন্ত ৩২২ টাকা ছুঁয়ে ফেলেছে।
অর্থাত্, মাত্র ৩ বছরে এই শেয়ার প্রায় ৩৮৫.১৯% মাল্টিব্যাগার রিটার্ন জিয়েছে।
শেয়ারটির দাম ২০২১ সালের ১০ ডিসেম্বর মাত্র ৭৫.৩০ টাকা ছিল। ফলে ঠিক কতটা দ্রুত এই শেয়ার বেড়েছে, তা সহজেই অনুমেয়।
গত ৩ জানুয়ারি ২০২২-এই ইভান্স ইলেকট্রিকের শেয়ারের দাম মাত্র ৯৫ টাকা ছিল। ফলে চলতি বছরের শুরুতেও যদি এই শেয়ারে কেউ বিনিয়োগ করে থাকেন, তবে এখনও পর্যন্ত তিনি ২৪৬.৯৪% রিটার্ন পাবেন।
মাত্র এক মাস আগেই এই শেয়ারের দাম ৯৯ টাকা ছিল। ফলে সেখান থেকেই এতটা দ্রুত বিপুল হারে বেড়েছে এই শেয়ার। তাই এক মাস আগেও কেউ এই শেয়ারে বিনিয়োগ করে থাকলে, তিনিও এখন দারুণ রিটার্ন পেতে চলেছেন।
ইভান্স ইলেকট্রিক
এটি একটি স্মল ক্যাপ সংস্থা। বাণিজ্যিক পরিষেবা ক্ষেত্রে এটি কাজ করে। ইলেকট্রিক মোটর, মেকানিকাল মেরামত, রোটর, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কাজ করে এই সংস্থা। ১৯৫১ সালে এটি প্রতিষ্ঠিত। সংস্থার আর্থিক রিপোর্ট বেশ দৃঢ়। তাছাড়া দীর্ঘমেয়াদি শিল্প হিসাবে অনেকে এই শেয়ারে টাকা রাখতে ভরসা পাচ্ছেন। আসন্ন কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পরিকাঠামো, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত ক্ষেত্রে অনেকে টাকা রাখছেন। আরও পড়ুন: স্রেফ ৮-৯ মাসেই দারুণ মুনাফার সুযোগ? বিনিয়োগ করতে চাইলে জানুন বিশেষজ্ঞদের মত
এর পাশাপাশি সংস্থার বোনাস শেয়ারের খবর বাজারে এসে গিয়েছে। ফলে আরও দ্রুত হারে এই শেয়ার চড়তে শুরু করেছে। ইভান্স ইলেকট্রিক যে ২০২২ সালের অন্যতম সেরা মাল্টিব্যাগার শেয়ার ছিল, তা বলাই যায়।
বিঃ দ্রঃ- শেয়ার বাজার সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ ও আপডেট মাত্র। এগুলি সম্পাদকীয় বিনিয়োগ পরামর্শ বা সুপারিশ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত দিক অবশ্যই খতিয়ে দেখে সিদ্ধান্ত নিন।