গোটা বিশ্বে প্রতি ১১ মিনিটে একজন করে মহিলা খুন হন তাঁর লিভিং পার্টনার বা পরিবারের সদস্যদের দ্বারা। এমনটাই জানালেন রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্পাদক অ্যান্তোনিও গুত্তেরেস। মহিলাদের উপর বেড়ে চলা হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সমস্ত দেশের সরকারকে ব্যবস্থা গ্রহণের আহ্বান দিয়েছেন। আগামী ২৫ নভেম্বর নারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক হিংসা দূরীকরণ দিবস রয়েছে। তার আগেই এমনটাই জানালেন রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্পাদক।
অ্যান্তোনিও গুত্তেরেস বলেন, ‘নারীদের ওপর হিংসা মানেই হল মানবাধিকার লঙ্ঘন করা। করোনা অতিমারীর পর থেকে নারীদের উপর হিংসা অনেকটাই বেড়ে গিয়েছে।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘করোনার পরে অনেকেই আর্থিক সমস্যাই পড়েছেন। যার ফলে পুরুষদের রাগের শিকার হচ্ছেন মহিলারা। তাঁর মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারের শিকার হচ্ছেন।’ সম্প্রতি ভারতে শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। তার মধ্যেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্পাদকের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু বাড়িতেই নয়, মহিলারা হয়রানি এবং নির্যাতনের শিকার হচ্ছেন বিভিন্ন সোশ্যাল মাধ্যমেও। বিদ্বেষমূলক মন্তব্য থেকে শুরু ছবির অপব্যবহার প্রভৃতির মাধ্যমে মহিলারা হিংসার শিকার হচ্ছেন বলে তিনি জানান।
এই অবস্থায় নারীদের উপর হিংসা বন্ধে সমস্ত দেশকে আহ্বান জানিয়েছেন গুত্তেরেস। তিনি বলেন, এর জন্য দেশের সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং তা কার্যকর করতে হবে। আইনের প্রয়োগ করে নারীদের অধিকার সুরক্ষিত করতে হবে। এছাড়াও, বিভিন্ন নারী সুরক্ষা সংগঠনকে বরাদ্দ ৫০ শতাংশ পর্যন্ত করার বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে, ২০২৬ সালের মধ্যে এই বিষয়ে পদক্ষেপের আর্জি জানিয়েছেন।